Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যাঁরা সমাজে বিশৃঙ্খলার কারণ তাদের কঠোর হস্তে দমন করা হবে-অতিরিক্ত পুলিশ কমিশনার, বিএমপি 
Thursday February 4, 2021 , 4:48 pm
Print this E-mail this

মাদক সমাজের বিষবৃক্ষ, এই মাদক থেকে নিজেকে বিরত রাখতে হবে-প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার

যাঁরা সমাজে বিশৃঙ্খলার কারণ তাদের কঠোর হস্তে দমন করা হবে-অতিরিক্ত পুলিশ কমিশনার, বিএমপি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা কর্তৃক “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম। এ সময়ে তিনি ওপেন হাউজ ডে সভায় উপস্থিত হয়ে বিভিন্ন ভুক্তভোগীর কথা শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে মানবিক পুলিশিং’র ধারা অব্যাহত রাখতে মাননীয় পুলিশ কমিশনার’র নেতৃত্বে বরিশাল মেট্রোপলিটন এলাকায় বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে, স্কুল ভিজিট, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করা সহ নানামুখী সেবামূলক কার্যক্রমের বিবৃতি দিয়ে বলেন, যাঁরা সমাজে বিশৃঙ্খলার কারণ তাদের কঠোর হস্তে দমন করা হবে। তিনি আরও বলেন, আইনলঙ্ঘন হয় এমন কোন কাজ মুখ বুঁজে পুষে রাখা চলবে না। আদালতে যাওয়ার আগে এলাকায় মুরব্বিদের নিয়ে সমাধান করা হলে বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। মাদক সমাজের বিষবৃক্ষ, এই মাদক থেকে নিজেকে বিরত রাখার পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে সচেতন করতে হবে। আইনের সাথে সাংঘর্ষিক কিশোরদের আইন মান্যকারী নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সোচ্চার হতে হবে। অপরাধ দানাবাঁধার আগেই তা দমনে জোড়ালো ভূমিকা রাখতে হবে। সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় সভাপতি উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা বলেন, ওপেন হাউজ ডে এমন একটা সভা, যেখানে আপনাদের মনের কথা খুলে বলতে পারেন।

শুধু নিজের সমস্যা প্রকাশ নয় সাথে সাথে সমাজের সর্বস্তরের অসঙ্গতি নিয়ে এখানে নির্দ্বিধায় তুলে ধরবেন। যার পরিবারে মাদক ঢুকে তাঁর পরিবার সহ পার্শ্ববর্তী এলাকা এর ক্ষতিকর প্রভাবে জিম্মি থাকে। সেক্ষেত্রে মাদক সহ সকল অশুভ কার্যকলাপের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। পুলিশকে বেশি বেশি তথ্য দিয়ে পাশে থাকতে হবে। বিএমপি দক্ষিণ বিভাগে সদ্য যোগদানকৃত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি মোঃ ফজলুল করীম বলেন, বিট অফিসার এলাকায় যাচ্ছে কিনা, নির্ভেজাল সেবা নিশ্চিত করছেন কি-না তা আমাদের এই ওপেন হাউজ ডে’তে জানাবেন।

সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা শারমিন সুলতানা রাখি বলেন, যে-কোন ভুক্তভোগী বিট অফিসারকে জানাবেন, পর্যায়ক্রমে শীর্ষ পর্যায়ে জানাবেন, থানায় সেবা পেতে কোন হয়রানির শিকার হলে আমাকেও জানাতে পারেন। এসময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ বন্দর থানা মোঃ আনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বন্দর থানা এলাকার সকল শ্রেণী পেশার মানুষ।




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২