উৎসবমুখর পরিবেশে বিএমপি’র ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
খেলার উদ্যোম উদ্দীপনাকে কাজে লাগিয়ে জননিরাপত্তায় সদাজাগ্রত বরিশাল মেট্রোপলিটন পুলিশ-মোঃ শাহাবুদ্দিন খান
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আজ রবিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬.৩০-এ পুলিশ লাইনস মাঠে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার’র সভাপতিত্বে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিএমপি’র ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শুরুতেই খেলায় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন হয়। এ সময় দুটো ক্যাটাগরিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম ফাইনালে অতিঃ পুলিশ কমিশনার প্রলয় চিসিম ও অতিঃ উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) আকরামুল হাসান’র সমন্বয়ে গঠিত দলের সাথে উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর (অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত) আবু রায়হান মুহাম্মদ সালেহ্ ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মুহাম্মদ আবু নাসের’র সমন্বয়ে গঠিত দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা মূলক খেলায় উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর দল চ্যাম্পিয়ন হয়। অপর খেলার ফাইনালে মোটরযান শাখা দলের আমিনুল ও জাকির এস এ এফ-১ দলকে ২-১ ম্যাচে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

খেলা শেষে পুলিশ কমিশনার বিএমপি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে শিরোপা তুলে দিয়ে বিজয়ী ও বিজিত দলকে শুভেচ্ছা জানিয়ে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদানকালে আইজিপি’র উদ্ধৃতি দিয়ে বলেন, ‘খেলাধুলা আমাদের প্রশিক্ষণের একটা অংশ। খেলাধুলা ও শরীরচর্চার যে উদ্দেশ্য নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তা হলো শরীর গঠনের মধ্য দিয়ে মন-মানসিকতাকে সুস্থ ও সুন্দর রেখে ভাতৃত্ববোধ ও ঐক্য সংঘটিত করা। সহমর্মিতা, ধৈর্য ও কর্মস্পৃহা বৃদ্ধি করা। আর এই টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আমাদের সেই লক্ষ্য অনেকাংশেই সফল হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খেলার উদ্যোম উদ্দীপনাকে কাজে লাগিয়ে জননিরাপত্তায় সদাজাগ্রত বরিশাল মেট্রোপলিটন পুলিশ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবে পুলিশি সেবা।’ উল্লেখ্য যে ফাইনাল ম্যাচ শেষে দুটো ক্যাটাগরির একটিতে প্লেয়ার অব দা টুনামেন্ট নির্বাচিত হন অতিঃ পুলিশ কমিশনার বিএমপি প্রলয় চিসিম। অপর খেলায় প্লেয়ার অব দ্যা টুনামেন্ট নির্বাচিত হন আমিনুল। উল্লেখ্য, খেলা চলাকালীন পুরোটা সময়ে খেলায় মনমুগ্ধকর ধারাভাষ্য দিয়ে সবাইকে খেলায় আকৃষ্ট করে রাখেন সিনিঃ সহকারি পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানার রাসেল। এসময় আরও উপস্থিত ছিলেন-উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ মনজুর রহমান পিপিএম-বার সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সকল টিমের খেলোয়াড় ও আগত দর্শকবৃন্দ।
Post Views: ০
|