প্রচ্ছদ » Uncategorized » বরিশালে কোস্টগার্ডর অভিযান, যাত্রীবাহী একটি লঞ্চ থেকে মদ ও বিয়ার উদ্ধার
Tuesday December 8, 2020 , 1:49 pm
বরিশাল-বাহেরচর রুটে চলন্ত যাত্রীবাহী এমএল হায়াৎ এক্সপ্রেস লঞ্চ থেকে এগুলো উদ্ধার
বরিশালে কোস্টগার্ডর অভিযান, যাত্রীবাহী একটি লঞ্চ থেকে মদ ও বিয়ার উদ্ধার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে যাত্রীবাহী একটি লঞ্চ থেকে দেশীয় ১০ লিটার মদ ও ফোনিক্স ব্রান্ডের ৪৭ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল আটটার দিকে লাহারহাট ফেরিঘাটের বিপরীত পাশ থেকে বরিশাল-বাহেরচর রুটে চলন্ত যাত্রীবাহী এমএল হায়াৎ এক্সপ্রেস লঞ্চ থেকে এগুলো উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর রসুলপুর এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশনে আয়োজিত প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে, মঙ্গলবার সকালে বরিশাল লঞ্চঘাট থেকে বাউফলের বাহেরচরের উদ্দেশ্যে ছেড়ে যায় এমএল হায়াৎ এক্সপ্রেস লঞ্চটি। গোপন সংবাদের ভিত্তিতে চলন্ত অবস্থায় লঞ্চে অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে বোতলে ১০ লিটার দেশীয় মদ এবং বিদেশি ৪৭ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।