Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলা শিল্পকলা একাডেমির পথ নাটক ‘স্বপ্নের আকাশে মেঘ’ মন্থস্থ 
Monday December 7, 2020 , 10:58 pm
Print this E-mail this

নাটকটি নিদের্শনা ও পরিকল্পনায় ছিলেন, অনিমেশ সাহা লিটু, অর্থায়নে, আই আর আই

বরিশাল জেলা শিল্পকলা একাডেমির পথ নাটক ‘স্বপ্নের আকাশে মেঘ’ মন্থস্থ


মুক্তখবর বিনোদন ডেস্ক : বরিশালে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হলো পথ নাটক ‘স্বপ্নের আকাশে মেঘ’। আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হলো জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পথনাটক ‘স্বপ্নের আকাশে মেঘ’। নাটকটি নিদের্শনা ও পরিকল্পনায় ছিলেন, অনিমেশ সাহা লিটু। অর্থায়নে, আই আর আই (ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট)। নাটকটি প্রযোজনা ও পরিবেশনা করেন, বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদল।

‘অন্ধকার ছেড়ে দেখাই আলোর আকাশ’-স্লোগানে করোনা (কোভিট-১৯) ভাইরাস প্রাদুর্ভাবকালীন অনলাইন নির্ভর জীবন যাত্রায় সাইবারক্রাইম বিষয়ক গণসচেতনতামূলক পথনাটক ‘স্বপ্নের আকাশে মেঘ’ প্রদর্শন করা হয়। নাটকের শুভ উদ্বোধন করেন, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, সংস্কৃতিজন এস এম ইকবাল, জেলা কালচারাল অফিসার বরিশাল হাসান রশিদ মাকসুদ, সহকারী রেজিস্ট্রার বরিশাল বিশ্ববিদ্যালয় বাহাউদ্দীন গোলাপ, অনিমেশ সাহা লিটুসহ আরও অনেকেই। পথনাটকটি বরিশাল জেলার ১০ টি উপজেলায় প্রদর্শন করা হবে।




Archives
Image
বাংলাদেশে আগের চেয়ে ভারতীয় ভিসা ইস্যু বেড়েছে : বিক্রম মিশ্রি
Image
বরিশালে কাঁচামরিচে কেজি ৫০০ টাকা, বেড়েছে সবজি আর মাছের দাম
Image
ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছি, ভালো নির্বাচন ছাড়া উপায় নেই : সিইসি
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
Image
বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ