Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দীর্ঘ সময় কবুতর উড়িয়ে রেকর্ড গড়লেন বরিশাল বিভাগের পায়রা মানব কবির 
Tuesday November 24, 2020 , 8:06 pm
Print this E-mail this

আমি আমার কবুতরগুলোকে নিজের সন্তানের মতোই ভালবাসি-পায়রা মানব সৈয়দ রেজাউল কবির

দীর্ঘ সময় কবুতর উড়িয়ে রেকর্ড গড়লেন বরিশাল বিভাগের পায়রা মানব কবির


মুক্তখবর বিনোদন ডেস্ক : দীর্ঘ সময় কবুতর উড়িয়ে আবারও রেকর্ড গড়লেন বরিশাল বিভাগের আলোচিত পায়রা মানব সৈয়দ রেজাউল কবির। এবার হাজী হাই ফ্লাইয়ার টুর্নামেন্ট ২০১৯ ও ২০২০ কবুতর উড়ানো প্রতিযোগীতায় সর্বোচ্চ একটানা ৯ ঘন্টা ৫৮ মিনিট তার পোষা শাহরান পুরী প্রজাতির কবুতর উড়িয়ে এ রেকর্ড গড়েন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারহান হাসান একটানা ৫ ঘন্টা ৫৭ মিনিট কবুতর উড়িয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। পায়রা মানব সৈয়দ রেজাউল কবির বরিশাল ইয়ং স্টার হাই ফ্লাইয়ার পিজিয়ন এ্যাসোসিয়েশনের সভাপতি পদে রয়েছে। ছোট বেলা থেকেই পশু পাখির প্রতি ভালোবাসা ছিল তার। শুধু কবুতর উড়িয়েই কবুতরের সাথে খেলা দেখিয়ে এরআগেও তিনি অনেকবার আলোচিত হয়েছেন। সুযোগ পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মঞ্চে। ২০১১ সালের ডিসেম্বর মাসে প্রচারিত ইত্যাদির নওগাঁ পাহাড়পুর পর্বে সৈয়দ রেজাউল কবিরের সঙ্গে তার পোষা পায়রা মুহিনের নিখাদ আন্তরিক সম্পর্কের উপর একটি প্রতিবেদন প্রচারিত হয়েছিলো। এছাড়াও বিভিন্ন দেশের পর্যটকরা পায়রা মানব সৈয়দ রেজাউল কবিরের কবুতরের প্রদর্শনী দেখতে এসেছেন। পায়রা মানব সৈয়দ রেজাউল কবির বলেন, সেই ছোট বেলা থেকেই পশু পাখির প্রতি আমার আলাদা ভালোবাসা ছিল। সেই ১৩ বছর বয়স থেকেই পায়রা পুষতে শুরু করি। তার জন্যই আল্লাহ আজ সবার দোয়ায় আমাকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। অনেক বিপত্তি কাটাতে হয়েছে কবুতরের জন্য। আমি আমার কবুতরগুলোকে নিজের সন্তানের মতোই ভালবাসি।




Archives
Image
চলন্ত লঞ্চে অসুস্থ যাত্রী, ৯৯৯ নম্বর ফোনকলে উদ্ধার
Image
বাংলাদেশে আগের চেয়ে ভারতীয় ভিসা ইস্যু বেড়েছে : বিক্রম মিশ্রি
Image
বরিশালে কাঁচামরিচে কেজি ৫০০ টাকা, বেড়েছে সবজি আর মাছের দাম
Image
ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছি, ভালো নির্বাচন ছাড়া উপায় নেই : সিইসি
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড