Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর রসুলপুর কলোনীতে ডিবি পুলিশের ‘ব্লক রেইড’ 
Wednesday August 12, 2020 , 4:12 pm
Print this E-mail this

জনগণ সহযোগিতা করলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব-উপ-কমিশনার (ডিবি) মো: মঞ্জুর রহমান

বরিশাল নগরীর রসুলপুর কলোনীতে ডিবি পুলিশের ‘ব্লক রেইড’


নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিন এলাকায় ‘ব্লক রেইডের’ মাধ্যমে মাদকবিরোধী অভিযান শুরু করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বরিশাল নগরীর রসুলপুর কলোনীতে আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ১২ মাদককারবারির তালিকা নিয়ে একযোগে অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে যদিও কাউকে আটক কিংবা কোনো ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়নি।   তবে অভিযান শেষে কলোনীবাসীর সঙ্গে খোলামেলা কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) মো: মঞ্জুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পুলিশের ওপর জনগণকে আস্থা রাখার পাশাপাশি মাদক নির্মূলে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে কলোনীবাসীর সঙ্গে আলোচনা করেন তারা।   এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ডিবি) মো: মঞ্জুর রহমান কলোনীকে মাদকমুক্ত রাখার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানান। কলোনীবাসীও পুলিশকে সহায়তা করার বিষয়ে আশ্বস্ত করেন। অভিযান শেষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) মো: মঞ্জুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বুধবার আমরা মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে যারা তালিকাভুক্ত মাদকব্যবসায়ী রয়েছে তাদের বাসায় ব্লক রেইডের মাধ্যমে অভিযান পরিচালনা করেছি। রসুলপুরের এই বস্তি থেকে মাদক নির্মূল করতে চাই, এ কাজের জন্য বস্তিবাসীর সহযোগিতাও চেয়েছি। বুধবার তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেন আমাদের সহযোগিতা করেন। তারাও বলেছেন যে আমাদের সহযোগিতা করবেন। তিনি বলেন, বরিশাল নগরের সব স্পটসহ বিভিন্ন বস্তিতেই এই মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করবো। প্রত্যেক স্পটের মাদক ব্যবসায়ীদের তালিকা করছি। এই স্পটে ১২ জনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। বাকি স্পটগুলোতেও তালিকা অনুযায়ী একযোগে ব্লক রেইডের মাধ্যমে মাদকবিরোধী অভিযান চালানো হবে। তিনি বলেন, ইনফর্মারের বিরুদ্ধেও অভিযোগ আসে। সেক্ষেত্রে জনগণ যদি সহযোগিতা করে ইনফর্মারদের বিরুদ্ধে থাকা সেই অভিযোগগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারবো। কারণ জনগণ সহযোগিতা করলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব। তিনি বলেন, কেউ যদি চায় স্ব-ইচ্ছায় আত্মসমর্পণ করতে তাহলে সে সুযোগ রয়েছে। পেশা পরিবর্তন করতে চাইলে ভালো পেশায় পুনর্বাসিত করার ব্যবস্থাও প্রয়োজনে করা হবে।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন