Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৭, ২০২৫ ৯:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নদীর ঘাটে – কামরুন নাহার মুন্নী 
Saturday June 6, 2020 , 8:32 pm
Print this E-mail this

নদীর ঘাটে – কামরুন নাহার মুন্নী


নদীর ঘাটে
কামরুন নাহার মুন্নী
বাড়িতে এলে বেড়াতে যাই
আড়িয়াল খাঁ’র ঘাটে,
মনোলোভা নদীর শোভায়
সময়টা বেশ কাটে!
মাতাল বাতাস দাপিয়ে বেড়ায়
নদীর দু’কূল ঘিরে,
সেই বাতাসে প্রাণ জুড়াতে
সবাই আসেন তীরে।
সূর্যোদয়ের সাথে সাথে
কত্ত মানুষ আসে!
কেউ বা করে স্নান
কেউ গল্প, কথায় হাসে।
নৌকা ছাড়ে, ট্রলার ভেড়ে
যাত্রী ওঠে, নামে
খেয়ার নৌকা বেয়ে মাঝি
আস্তে, ধীরে থামে।
ঢেউয়ের দোলায় দুলতে থাকে
ছোট্ট ডিঙি নাও,
ইচ্ছে হলে নাওয়ে চড়ে
যেথায় খুশি যাও।
বাপের বাড়ি যাচ্ছে নাইওর
মুন্সী বাড়ির বৌ,
ছইয়ের মুখে পর্দা ঘেরা
দেখছে না তো কেউ!
জল তুলছে পল্লীবালা
মাটির কলসি ভরে,
পুবকোণেতে জাল ফেলে ঐ
জেলেরা মাছ ধরে।
নদীর জলে ঝাঁপ দিয়েছে
গাঁয়ের দামাল ছেলে,
আনন্দে, উচ্ছ্বাসে তারা
জল ঝাপুড়ি খেলে।
গাঙচিলেরা যাচ্ছ উড়ে
সোনালি রোদ মেখে
ডানায় তাদের ঝিলিক লাগে
মন ভরে যায় দেখে!
আশেপাশের বৌ, ঝিয়েরা
দল বেঁধে সব এসে,
নদীর জলে গা ধুয়ে নেয়
গৃহস্থালির শেষে।
উৎরাইলের হাটে যাবে
পসরা বোঝাই নাও,
পাল উড়িয়ে যাচ্ছে মাঝি
নিবাস ভিন্ন গাঁও।
লজেন্স, আচার, চানাচুরের
ছোট্ট দোকান পাট,
গোটা তিনেক আছে বটে
গাঁয়ের নদীর ঘাট।
ঘোটন ঘোষের চায়ের দোকান
চলছে দিনে ও রাতে,
বেঞ্চে বসে কাস্টমার
কাপ তুলে নেয় হাতে।
চায়ের চুমুক শেষ করে কেউ
বিড়িতে দেয় টান,
মোতি পাগল গলা ছেড়ে
গায় বিরহের গান!
উঠতি বয়স ছেলেগুলো
নেট সুবিধা পেতে,
মোবাইলে চোখ রাখে সবাই
আসক্তিতে মেতে।
শহর ফেরত তরুণীরা
উড়িয়ে মাথার চুল,
খোলা হাওয়ায় গা ভাসিয়ে
হয়ে যায় বেভুল!
কেউ আসে, কেউ যায় আবার
কেউ বা বসে থাকে,
চেনা মানুষ দেখলে তাকে
নিজের কাছে ডাকে।
জোয়ারেরো পানি এলে
উথলে ওঠে নদী,
তাকিয়ে দিশা পাইনা খুঁজে
অসীম নিরবধি!
সারাবেলাই সরগরম
আড়িয়াল খাঁ’র ঘাটে,
সূর্যোদয়ের শুরুর থেকে
সূর্যোস্তের পাটে।




Archives
Image
বরগুনায় বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেফতার
Image
বরিশাল কোতয়ালী পুলিশের দুরদর্শীতায় হারানো আইফোন ফিরে পেল যুবক
Image
চলন্ত লঞ্চে অসুস্থ যাত্রী, ৯৯৯ নম্বর ফোনকলে উদ্ধার
Image
বরিশালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
Image
বাংলাদেশে আগের চেয়ে ভারতীয় ভিসা ইস্যু বেড়েছে : বিক্রম মিশ্রি