Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৩:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ঝড় শুরুর আগেই আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান 
Monday May 18, 2020 , 10:35 pm
Print this E-mail this

এই আশ্রয়কেন্দ্রগুলোতে ২ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে

বরিশালে ঝড় শুরুর আগেই আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় আম্ফান মঙ্গলবার শেষ রাত থেকে পরদিন বুধবার সন্ধ্যার মধ্যে বরিশাল ও খুলনা উপকূলে আঘাত হানতে পারে। এর পূর্ব প্রস্তুতি হিসেবে বরিশাল বিভাগে ৫৫ হাজার স্বেচ্ছাসেবক প্রত্যন্ত এলাকায় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে অবহিত করছে বলে জানিয়েছেন সিপিপি’র বরিশাল বিভাগীয় উপ-পরিচালক আব্দুর রশিদ। তিনি জানান, একই সাথে প্রতিটি ঘূর্ণিঝড় কেন্দ্রে ২টি করে পতাকা উত্তোলন করা হয়েছে। সিপিপি ঘূর্ণিঝড় শুরুর আগেই মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছে। তাদের সামাজিক দূরত্ব বজায় রেখে আশ্রয় কেন্দ্রে অবস্থান এবং অবশ্যই মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এদিকে বরিশাল জেলায় ৩১৪টি আশ্রয় কেন্দ্র এবং ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান ঘূর্ণিঝড় দুর্গত মানুষকে আশ্রয় দেয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এই আশ্রয়কেন্দ্রগুলোতে ২ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন