Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মজিবর রহমান সরোয়ারের নিজস্ব অর্থায়নে বরিশালে প্রায় দেড় হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ 
Monday May 18, 2020 , 7:54 pm
Print this E-mail this

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে এ কার্যকম পরিচালিত হয়

মজিবর রহমান সরোয়ারের নিজস্ব অর্থায়নে বরিশালে প্রায় দেড় হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ৪টি ওয়ার্ডে কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি’র এ্যাড. মজিবর রহমান সরোয়ারের নিজস্ব অর্থায়নে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে এই প্রাণঘাতী করোনা প্রাদুর্ভাব দূর্যোগকালীন সময়ে নগরীর ৫,৮, ১৬ ও ১ নং ওয়ার্ডের বিড়ি ফ্যাক্টরির কারখানার শ্রমিক সহ প্রায় দেড় হাজার অসহায় দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন নগর বিএনপি ও অংঙ্গ সংগঠন। আজ সোমবার (১৮ মে) বেলা ১২ টায় নগরীর ৫ নংওয়ার্ড বিএনপি’র আয়োজনে পলাশপুর এলাকার অসহায়, কর্মহীন, অস্বচ্ছল সাড়ে ৪শ’ মানুষের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি আলু ও আধা কেজি ডাল ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত থেকে ত্রাণের খাদ্র সামগ্রী তুলে দেন মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর সহ ওয়ার্ড বিএনপি যুগ্ম আহবায়ক খন্দার বাদশা, সেলিম সরদার, কারী আ: মান্নান, হানিফ হাওলাদার, জামাল শেখ, শহিদ হাওলাদার প্রমুখ। অপরদিকে দুপুর দেড়টায় নগরীর ১নং ওয়ার্ড পশ্চিম কাউনিয়া এলাকার বিড়ি ফ্যাক্টরির ৬ শতাধিক বিড়ি শ্রমিকদের মাঝে ৫ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন-স্থানীয় ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর সৈয়দ সাইদুল হাসান মামুন, জেলা শ্রমিকলীগ ভারপ্রাপাক সভাপতি আ: রব হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বিড়ি শ্রমিক ফ্যাক্টরির সভাপতি মো: ফিরোজ, সম্পাদক মো: সোহরাব হাওলাদার প্রমুখ। এরপূর্বে নগরীর ১৬ নং ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ডে ৫ কেজি করে চাল প্রায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২