Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২৭, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল মেহেন্দিগঞ্জে অভিযোগের পাহাড় কাঁধে নিয়ে বদলি হয়ে গেলেন আব্দুল্লাহ আল মামুন 
Friday May 8, 2020 , 11:25 am
Print this E-mail this

তার বদলি নয়, আত্মসাৎসহ সকল অপরাধের তদন্ত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে

বরিশাল মেহেন্দিগঞ্জে অভিযোগের পাহাড় কাঁধে নিয়ে বদলি হয়ে গেলেন আব্দুল্লাহ আল মামুন


মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : বরিশাল মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মেহেন্দিগঞ্জে নারী-মাদক, সরকারী গাছ আত্মসাৎ , ঘুষ-দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগের পাহাড় কাঁধে নিয়ে বানাড়ীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে বদলি হয়ে গেলেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আব্দুল্লাহ আল মামুন। গত এক সপ্তাহ পূর্বে বরিশাল সিভিল সার্জন ডা: মো: মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যম জানতে পারা যায়, তাকে বানাড়ীপাড়া বদলি করা হয়েছে। অফিসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সপ্তাহে অফিসে এসে সবাই জানতে পারে বহুমুখী অপরাধে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন বদলি হয়ে গেছেন। উল্লেখ্য, পরিসংখ্যানবিদ আব্দুল্লাহ আল মামুন’র বিরুদ্ধে ছিল নারী কেলেংকারী, অফিস চলাকালীন সময়ে মাদকদ্রব্য সেবন, সরকারী গাছ আত্মসাৎসহ ব্যাপক দুর্নীতির নানা অভিযোগ। এর মধ্যে তিনি সরকারী নিয়মনীতি না মেনে নিজের ইচ্ছেমত অফিস করেন, বায়োমেটিক হাজিরা প্রেরণ করা তাহার নির্ধারিত কাজ হলেও তিনি তা করেন না, অফিস চলাকালীন সময়ে অধিকাংশ সময় তার মোবাইল বন্ধ থাকে, উর্ধতন কর্তৃপক্ষ জরুরী কাজেও তাকে মোবাইলে পায়নি। তার বহুমুখী অনিয়ম-দুর্ণীতির কারনে ইতিপূর্বে বরিশাল সিভিল সার্জন অসংখ্যবার কারন দর্শানোর কৈফিয়ত তলবসহ বেতন বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তাতেও তার কোন আমুল পরিবর্তন আসেনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ক্যাশিয়ারকে অফিস চলাকালীন সময়ে প্রকাশ্য সন্ত্রাসী কায়দায় মারধর করেন, যা তৎসময়ে যথাযথ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করা হয়। নিজ অফিস কক্ষে বসে প্রায় সময়ে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ইত্যাদি সেবন করতেন। যার কারণে তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়। লোকমুখে হাসপাতালের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়। সারারাত হাসপাতালের অফিসকক্ষে মাদক সেবনসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত থেকে ফজরের আযানের সময় বাড়ি ফিরতেন। কাজিরচর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এক নারীকে কুপ্রস্তাবসহ যৌন হয়রানী করেন যা যথাযথ কর্তৃপক্ষকে অবগত করেন ওই সিএইচসিপি। হাসপাতালের গাছ দিয়ে নিজ বাড়ির ফার্নিচার তৈরি করেন। হাসপাতালের জলাতঙ্ক বিষয়ক প্রশিক্ষণের টাকা আত্মসাৎ করেন। এছাড়াও মহামারীর সময় তিনি হাসপাতালে ধারাবাহিক অনুপস্থিত ছিলেন। স্থানীয় হওয়ায়, প্রভাব বিস্তার করে দীর্ঘদিন সরকারি অর্থ আত্মসাৎ করা, অফিসের ডাক্তার এবং কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার এবং গালমন্দ করার বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও নিজে একটি ডায়াগনস্টিক সেন্টারের সাথে ব্যবসার অংশিদার হওয়ায় হাসপাতালের আল্ট্রা মেশিনসহ ল্যাবের যাবতীয় পরিক্ষা নিরীক্ষা কৃত্রিম সংকট সৃষ্টি করে নষ্ট দেখানো হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। তার অসদাচরণে অনেক ডাক্তার অন্যথায় বদলী হয়ে গেছেন। ঠিকাদারকে বাধ্য করে গত বছর হাসপাতাল সংস্কার কাজ নিজে নিয়ে নামে মাত্র করে সমুদয় টাকা আত্মসাৎ করেন। তার অনিয়ম-দুর্ণীতি আর স্বেচ্ছাচারীতা এতটাই বেপরোয়া ছিলো যেন লাগামহীন ঘোড়ার ন্যায়। গত এপ্রিল মাসের ২০ তারিখে মামুনের অপরাধের ফিরিস্তি তুলে ধরে ব্যাবস্থা গ্রহণে জন্য আবেদন জানানো হয়। মেহেন্দিগঞ্জের সচেতন মানুষের দাবি, তার বদলি নয়, আত্মসাৎসহ সকল অপরাধের তদন্ত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। কারণ এই দুর্নীতিবাজ পরিসংখ্যানবিদ যেখানে যাক না কেন দুর্নীতি করে দেশের ক্ষতি করবে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ