Current Bangladesh Time
শনিবার জানুয়ারি ৩, ২০২৬ ১:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » উনের মৃতদেহের ছবি ভাইরাল, বিশ্ব মিডিয়ায় রীতিমত হৈচৈ! 
Saturday April 25, 2020 , 11:35 pm
Print this E-mail this

বিষয়টি গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া, কেউ কেউ বলছেন এটা ফটোশপে এডিট করে বানানো

উনের মৃতদেহের ছবি ভাইরাল, বিশ্ব মিডিয়ায় রীতিমত হৈচৈ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : হংকং স্যাটেলাইটন টেলিভিশনের খবরে বলা হয়, কিম জং উন মারা গেছেন। এরপর থেকেই বিশ্ব মিডিয়ায় রীতিমত হৈচৈ পড়ে যায়। অন্যদিকে উত্তর কোরিয়া বিষয়টি নাকচ করে দিয়েছে। কিন্তু স্যোশাল মিডিয়ায় একটি ছবি ঘুরপাক খাচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে কিম জং উন মারা গেছেন। রয়টার্স বলছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চিকিৎসক দল পাঠিয়েছে চীন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনও ধরনের মন্তব্য করেনি। এদিকে গত সোমবার খবর ছড়িয়ে পড়ে- হার্টের জটিল অপারেশনের পর কিম জং উনের অবস্থা গুরুতর। আর সেই দাবি করে দক্ষিণ কোরিয়াভিত্তিক সংবাদপত্র ডেইলি এনকে।  সিএনএন এর এক প্রতিবেদনেও দাবি করা হয়, কিম গুরুতর অসুস্থ। তবে বিষয়টি গুজব হিসেবে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। তবে এতকিছুর পর হংকং-এর ঐ টেলিভিশন চ্যানেলই সর্বোচ্চ ঘোষণাটি দেয়।

ছবি: উনের মৃতদেহ (উপরে), উনের বাবার মৃতদেহ (নিচে), যা দেখিয়ে এডিটিং দাবি করা হয়।

এরপর থেকেই স্যোশাল মিডিয়ায় তার মৃতদেহের ছবি পোস্ট হয়। মূহুর্তেই ভাইরাল হয় সে ছবি। কিন্তু কেউ কেউ বলছেন এটা ফটোশপে এডিট করে বানানো। বিপরীত এই পক্ষ আগের ছবির সাথে কিম জং উনের বাবার মৃতদেহের ছবি জুড়ে দিয়ে দাবি করে, মূলত বাবার ছবি থেকেই টেকনোলজি ব্যবহার করে এই ছবিটি করা হয়েছে। তবে উত্তর কোরিয়ার সরকারি দপ্তরের ঘোষণা না আসা পর্যন্ত এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। এদিকে নাম প্রকাশ না করার শর্তে নিউজ উইকের সাংবাদিকের কাছে পেন্টাগনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের শারীরিক অবস্থা সম্পর্কে সার্বক্ষণিক তথ্য রাখছে যুক্তরাষ্ট্র। তবে কিম জং উনের রোগাক্রান্ত হওয়ার ব্যাপারে মার্কিন প্রশাসনের কাছে কোনও সঠিক তথ্য নেই। সরকারি ওই কর্মকর্তা আরও বলেছেন, কিম জং উন স্বল্প সময়ের মধ্যে তেমন কোথাও ভ্রমণে বের হননি। এমনকি উত্তর কোরিয়া সরকারের কিংবা সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ পদে কোনও রদবদলও সম্প্রতি ঘটেনি। তবে গত ১১ এপ্রিল সর্বশেষ জনসম্মুখে এসেছেন কিম জং উন। ওই দিন তার উপস্থিতির ভিডিও সরকারি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল।




Archives
Image
বিএনপি থেকে রুমিন ফারহানা বহিষ্কৃত
Image
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরিশালে শোকের ছায়া
Image
বরিশালে কোস্ট গার্ডের অভিযান : গ্রেফতার ২০ ও ৫৭টি ড্রেজার জব্দ
Image
খালেদা জিয়ার জানাজায় যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
Image
খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী