|
শিগগিরই এই নাচের ভিডিওটি সম্পাদনার কাজ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে প্রকাশ করা হবে
করোনাভাইরাসে গৃহবন্দী মানুষের জন্য নৃত্য কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের ‘আমরা করব জয়’
মুক্তখবর বিনোদন ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতিতে সবাই এখন গৃহবন্দী। ঠিক এই সময়ে দর্শকদের বিনোদন দিতে ১৯ জন শোবিজ তারকা নিজের বাসা থেকে নাচলেন ‘আমরা করব জয়’ গানের তালে। এই উদ্যোগ নিয়েছেন নৃত্য কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ। এই নাচে অংশ নেন-বরেণ্য শিল্পী লায়লা হাসান, তারিন, ঈশিতা, মোনালিসা, নাদিয়া, সোহানা সাবা, ভাবনা, শানু, তুষ্টি, আঁচল, নিশা, হিমি, সিনথিয়া, লাবণ্য, তোরসা, পারসা ইভানা মিম চৌধুরী, বারিষ হক, ইভান শাহরিয়ারসহ মোট ১৯ জন নৃত্যশিল্পী। এই আয়োজনের বিষয়ে ইভান শাহরিয়ার বলেন, পৃথিবী এখন থমকে আছে। এই থমকে থাকা পৃথিবীতে বিশ্বের সব শিল্পী বিভিন্নভাবে সাধারণ মানুষের মধ্যে প্রাণের সঞ্চার করতে চাইছেন। গৃহবন্দী মানুষের সাহস, অনুপ্রেরণা ও সচেতনতা তৈরি করতে শিল্পীদের কেউ গাইছেন গান, কেউবা ঘরে বসে ভিন্ন রকম চিত্রনাট্যে নাটক উপহার দিচ্ছেন। নৃত্যশিল্পীরাও থেমে নেই। সেই ধারাবাহিকতায় ‘আমরা করব জয়’ গানটিকে বেছে নিয়ে নাচের একটি নতুন কম্পোজিশন তৈরি করার চেষ্টা করেছি। সবাই যার যার বাসা থেকে ভিডিও করে পাঠিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র থেকে এই নাচে অংশ নিয়েছেন অভিনেত্রী মোনালিসা। সেখান থেকেই নেচে ভিডিও করে পাঠিয়েছেন তিনি। মোনালিসা বলেন, সোহাগের অনুরোধে আমি এই নাচে অংশ নিয়েছি। এটাকে শুধু একটি নৃত্য হিসেবে দেখার কিছু নেই, এটি ঘরে থাকা সবাইকে সাহস কিংবা অনুপ্রেরণা জোগানোর বার্তা। আমি নিজেই ভিডিও করে পাঠিয়েছি। সোহাগ জানান, শিগগিরই এই নাচের ভিডিওটি সম্পাদনার কাজ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে প্রকাশ করা হবে।
Post Views: ০
|
|