Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৭, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মৃত্যুর মিছিল! – শামীমা সুলতানা 
Saturday April 18, 2020 , 4:27 pm
Print this E-mail this

মৃত্যুর মিছিল! – শামীমা সুলতানা


মৃত্যুর মিছিল!

– শামীমা সুলতানা

চারিদিকে মৃত্যুর মিছিল শুনতে পাই
বাতাসে স্বজন হারাদের আত্মচিৎকারের প্রতিধ্বনি,
আমার তন্দ্রাহীন দৃষ্টির সম্মুখে কেবলই লাশের স্তুপ
দুঃস্বপ্নের ভয়ে আমি জেগে আছি অগণিত রাত্রি।

তবুও! কখনো অনিচ্ছার ক্লান্তি আমার দেহটি এলিয়ে দেয় রাত্রির শরীরে,
আমি জেগে উঠি আতংকে!
করোনা পজেটিভ কেউ বুঝি ছুয়ে দিলো পাছে
সত্যি কি রেহাই পাবো জমদূতের হাত থেকে?

নাকি আগামী সূর্যদয়ের পরে কিংবা গোধূলির পূর্বে
আমার দেহটিও গড়িয়ে দিবে কাঠের গুড়ির মতো,
তিন মিটার দূরত্বে দাড়িয়ে মৃত্যু ভয়ে কম্পিত হৃৎপিন্ড
আর অনিচ্ছার দৃষ্টি নিয়ে দ্বায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক ভাই।

তিনিও পিছু ফিরবে নিশ্চিত হয়ে!
যখন দেহটি আমার স্থির হবে
নগরীর জনমানবহীন এলাকায় শতশত লাশের ভীড়ে
কিন্তু আমি চাই না এমন ভাবে চলে যেতে,
আমি চাই না এমন মৃত্যুকে আলিঙ্গন করতে।

যে মৃত্যু পরোয়ানার বহু পূর্বে স্বজন পালাবে দূরে
প্রিয়জন থাকবে না পাশে এমন মৃত্যু আমি চাই না,
হে আল্লাহ এমন মৃত্যু আমরা কেউ চাই না।




Archives
Image
বরগুনায় বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেফতার
Image
বরিশাল কোতয়ালী পুলিশের দুরদর্শীতায় হারানো আইফোন ফিরে পেল যুবক
Image
চলন্ত লঞ্চে অসুস্থ যাত্রী, ৯৯৯ নম্বর ফোনকলে উদ্ধার
Image
বরিশালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
Image
বাংলাদেশে আগের চেয়ে ভারতীয় ভিসা ইস্যু বেড়েছে : বিক্রম মিশ্রি