|
স্যালুট – কামরুন নাহার মুন্নী
স্যালুট – কামরুন নাহার মুন্নী

তোমরা আছো রণাঙ্গনে, আমরা আছি ঘরে
যাচ্ছো ছুটে রাত্রি দিন, জীবন বাজি করে।
অফিস ছুটি, বন্ধ বাজার, তোমার ছুটি নেই
মানব সেবার মহান ব্রত,ডাক দিয়েছে যেই।
দপ্তরে কী প্রান্তরে,আছো সকলখানে
শরীর তোমার ক্লান্ত তবু,হার তো নাহি মানে।
ত্রাণের বোঝা কাঁধে তুলে ছুটছো দ্বারে, দ্বারে
পৌঁছে দিতে তাঁদের কাছে, আছেন অনাহারে।
সেনা, পুলিশ, প্রশাসন, সেবিকা, ডাক্তার
এনজিও, সুধীজন আছেন অকৃপণ,উদার।
সংবাদকর্মীরা ছোটেন খবরের আপডেটে
মিডিয়াকর্মীরাও আছেন অক্লান্ত খেটে।
ইতর প্রাণীর মুখে যাঁরা খাবার দিলেন তুলে,
শ্রদ্ধা জানাই তাঁদের প্রতি, মনের দুয়ার খুলে।
গোপনে, প্রকাশ্যে যাঁরা করে গেছেন দান
মহৎ প্রাণের তাঁদের প্রতি জানাচ্ছি সম্মান।
ভয়টাকে জয় করছে যাঁরা, ছুটছে রণাঙ্গনে
শ্রদ্ধা জানাই তাঁদের প্রতি, গভীর প্রাণ ও মনে।
আত্মত্যাগী,মানবসেবী আছেন যত আর
সবার জন্য জানাই সালাম, জানাই নমস্কার।
রোগীর সেবা করতে গিয়ে মঈন হলেন লাশ
বীরদর্পে নিলেন পরে মৃত্যু কঠিন ফাঁস!
স্যালুট জানাই তোমার প্রতি,হে বিজয়ী বীর
শ্রেষ্ঠ তুমি আত্মদানে,উচ্চে তোমার শির।
করোনার এই যুদ্ধে যিনি হলেন শহিদ আজ
রাষ্ট্র যেন তাঁর স্মৃতিতে পরায় বীরের তাজ।
সর্বক্ষণ তৎপরতা, নির্দেশনা দিয়ে
সংকট মোচনে যিনি আছেন এগিয়ে।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উদ্দেশে
শ্রদ্ধা ভরে স্যালুট জানাই, গভীর ভালোবেসে!
Post Views: ০
|
|