Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৭, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা দুশ্চিন্তায় আত্মহত্যা করলেন জার্মানির মন্ত্রী! 
Sunday March 29, 2020 , 10:04 pm
Print this E-mail this

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েই তিনি আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে

করোনা দুশ্চিন্তায় আত্মহত্যা করলেন জার্মানির মন্ত্রী!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জার্মানিতে প্রাণঘাতী করোনাভাইারাসের পরিস্থিতি নিয়ে উদ্বেগের জেরে দেশটির হেসে প্রদেশের অর্থমন্ত্রী থমাস শেফার আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ মার্চ) ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে হাইস্পিড ট্রেন লাইনের উপর থেকে শেফারের ছিন্নভিন্ন দেহটি উদ্ধার হয়। প্যারামেডিকসের একটি দলই তার দেহটি উদ্ধার করে। গোটা দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় প্রথমে তাকে শনাক্ত করা যায়নি। ডয়চে ভেলের খবরে বলা হয়, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েই তিনি আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, করোনার প্রকোপ থেকে অর্থনীতিকে কিভাবে বাঁচাবেন তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন ৫৪ বছরের শেফার। করোনা ঠেকাতে আর্থিক সহায়তা নিয়ে সম্প্রতি বিবৃতিও দিতে দেখা যায় তাকে। হেসে প্রদেশের প্রধান ভলকার বুফিয়ের শেফারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এখনও বিশ্বাস করে উঠতে পারছি না। দীর্ঘ ১০ বছর হেসের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শেফার। কীভাবে করোনা পরিস্থিতির মোকাবেলা করা যায়, তা নিয়ে দিন-রাত তিনি কাজ করছিলেন বলেও জানান বুফিয়ের। তিনি বলেন, নিশ্চয়ই দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। এই কঠিন সময়ে তার মতো একজনকে খুব দরকার ছিল আমাদের।




Archives
Image
বরগুনায় বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেফতার
Image
বরিশাল কোতয়ালী পুলিশের দুরদর্শীতায় হারানো আইফোন ফিরে পেল যুবক
Image
চলন্ত লঞ্চে অসুস্থ যাত্রী, ৯৯৯ নম্বর ফোনকলে উদ্ধার
Image
বরিশালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
Image
বাংলাদেশে আগের চেয়ে ভারতীয় ভিসা ইস্যু বেড়েছে : বিক্রম মিশ্রি