Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনাভাইরাস মোকাবিলায় সার্ক জরুরি তহবিলে ১.৫ মিলিয়ন ডলার দিচ্ছে বাংলাদেশ 
Sunday March 22, 2020 , 8:55 pm
Print this E-mail this

অন্যান্য দেশও এই তহবিলে অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছেন

করোনাভাইরাস মোকাবিলায় সার্ক জরুরি তহবিলে ১.৫ মিলিয়ন ডলার দিচ্ছে বাংলাদেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাস মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রস্তাবিত সার্ক জরুরি তহবিলে ১.৫ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে বাংলাদেশ। সরকারের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ অঞ্চলের অন্যান্য দেশও এই তহবিলে অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। গত ১৫ মার্চ মোদি বলেন, করোনাভাইরাস মোকাবিলার জরুরি তহবিল হবে সম্পূর্ণ স্বেচ্ছায়। ভারতের পক্ষ থেকে প্রাথমিকভাবে সেখানে (জরুরি তহবিলে) ১০ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার প্রস্তাব দেন তিনি। করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে সার্ক দেশগুলোর জন্য একটি সমন্বিত কর্মকৌশল ঠিক করতে নরেন্দ্র মোদি এ অঞ্চলের রাজনৈতিক নেতাদের সাথে এক ভিডিও কনফারেন্সে অংশ নেন। সেসময় তিনি এ প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে স্বাগত জানান এবং নরেন্দ্র মোদিসহ অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে এ অঞ্চলে করোনাভাইরাস মোকাবিলায় গঠনমূলক আলোচনা করেন।
সূত্র : ইউএনবি




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু