Current Bangladesh Time
শনিবার মে ১১, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কোয়ারেন্টাইন করা ব্যক্তির শরীরে বাংলাদেশেও সিল শুরু 
Friday March 20, 2020 , 9:18 pm
Print this E-mail this

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শরীরে তাপমাত্রা বেশি থাকলে সরাসরি বিমানবন্দর থেকে পাঠানো হচ্ছে হাসপাতালে

কোয়ারেন্টাইন করা ব্যক্তির শরীরে বাংলাদেশেও সিল শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী করোনার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার পর বিদেশ থেকে দেশে ফিরেছেন হাজারো প্রবাসী। সরকারি নির্দেশনা অনুযায়ী তাদের ১৪ দিন কোয়ারেন্টিন বা ঘরে থাকার নির্দেশনা দেওয়া হলেও তা মানা হচ্ছে না। এতে করে স্থানীয় পর্যায়ে করোনার ভয়াবহ বিস্তার ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দেশে নতুন করে আরো তিনজন করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। হাতে অমোছনীয় কালি দিয়ে সিল মেরে হোম কোয়ারেন্টাইনড প্রবাসীদের চিহ্নিত করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শুক্রবার (২০ মার্চ) বিমানবন্দরে অবতরণ করা প্রবাসীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে এমন সিল মেরে দেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মফিদুর রহমান। এখন থেকে ফ্লাইটগুলোতে যত বিদেশ ফেরত যাত্রী আসছেন তাদের তাপমাত্রা পরীক্ষা করে যাদের করোনা আক্রান্ত সন্দেহ করা হচ্ছে তাদেরকে সেনাবহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টাইন করা হচ্ছে। আর যাদের তাপমাত্রা সন্দেহজনক মনে হচ্ছেনা তাদের হাতে সিল মেরে বাড়িতে হোম কোয়ারেন্টাইন অবস্থায় থাকতে বলা হচ্ছে। এর আগে ভারতের মহারাষ্ট্রেও হোম কোয়ারেন্টাইনড ব্যক্তিদের হাতে সিল মেরে চিহ্নিত করার পদক্ষেপ নিতে দেখা যায়। স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের তথ্যমতে দেশের বিভিন্ন জেলায় হাজারেরও বেশি প্রবাসী ফিরে এসেছেন। তবে তাদের মধ্যে খুব কমই রয়েছে হোম কোয়ারেন্টিনে। অনেক জায়গায় এ সংখ্যা ডজনেরও কম। এ কারণ জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যানুযায়ী এখন পর্যন্ত দেশে আক্রান্তদের সবাই বিদেশ থেকে আসা আত্মীয়ের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। এই করোনাভাইরাস প্রতিরোধে প্রত্যেক দেশেই সন্দেভাজন ব্যক্তিদের রাখা হচ্ছে কোয়ারেন্টাইনে। যেখানে ১৪ দিন তাদের আলাদা করে রাখা হয়। কিন্তু দেখা যাচ্ছে, বাংলাদেশ ও ভারতে কোয়ারেন্টাইন কিংবা হোম কোয়ারেন্টাইন অথবা চিকিৎসা কেন্দ্র থেকে রোগীরা পালিয়ে যাচ্ছেন এবং ঘুরে বেড়াচ্ছেন। গত পাঁচ দিনে গড়ে সাত হাজার যাত্রী বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান। তিনি বলেন, বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী গত পাঁচ দিনে গড়ে সাত হাজার যাত্রী বাংলাদেশে এসেছেন। এদের মধ্যে ৮০ শতাংশই বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) সকালে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, শরীরে তাপমাত্রা বেশি থাকায় গত ২৪ ঘণ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন প্রবাসী বাংলাদেশিকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দু’জন সৌদি আরব ও একজন মালয়েশিয়া থেকে এসেছেন। শাহজালাল বিমানবন্দরের পরিচালক বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শরীরে তাপমাত্রা বেশি থাকলে সরাসরি বিমানবন্দর থেকে পাঠানো হচ্ছে হাসপাতালে। করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে এলে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।




Archives
Image
চাকরির প্রলোভনে ঘুষ নেওয়ার অভিযোগ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের নামে মামলা
Image
নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব
Image
বিমানবন্দরে ময়লার ঝুড়িতে মিলল ৭০ লাখ টাকার সোনা
Image
না ফেরার দেশে হায়দার আকবর খান রনো