Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ৫:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিয়ের প্রলোভন দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীর সর্বস্ব কেড়ে নিল ঝালকাঠির এক ব্যবসায়ী নয়ন 
Thursday February 20, 2020 , 9:08 pm
Print this E-mail this

বিয়ের প্রলোভন দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীর সর্বস্ব কেড়ে নিল ঝালকাঠির এক ব্যবসায়ী নয়ন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠীর টিনের আড়ৎদার ব্যবাসায়ী নয়ন তালুকদারের বিরূদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে বেতাগীর লাকী আক্তার। বরগুনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে দায়েরকৃত এই মামলা হয়। এতে বলা হয়, গত ১২ জানুয়ারি রবিবার রাত ১১টায় তাকে ধর্ষণ করে ঝালকাঠী পৌর সভার ৮নং ওয়ার্ডের ৩০নং ষ্টেসন রোডের বাসিন্দা ইসলাম ট্রেডার্সের মালিক মো: আবুল কাসেম তালুকদারের ছেলে মো: নয়ন তালুকদার। লাকী আক্তার বরগুনা জেলার বেতাগী থানার ফুলতলা গ্রামের মৃত আ: মজিদ খানের কন্যা। লাকী আক্তার মালেশিয়া প্রবাসীর স্ত্রী। তিনি বলেন, আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বামীর সাথে বিচ্ছেদ ঘটায় নয়ন। এরপর টানা দুই বছর সে অনবরত আমাকে ধর্ষণ করে। শিঘ্রই বিয়ে করবো বললেও সে তা করেনি। অবশেষে বিয়ের জন্য চাপ দিলে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। মামলা সূত্রে জানা গেছে, স্বামীর অবর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় নয়নের সাথে। নয়নের বিবাহের প্রলোভনে লাকী আক্তার স্বামীকে তালাক দেয়। মোবাইলে যোগাযোগের এক পর্যায়ে সাক্ষাতে লাকীকে বিবাহের প্রস্তাব দেয়ার কথা বলবে জানায় নয়ন। এমন প্রস্তাবে লাকি নয়কে বেতাগী থানাধীন ১নং বিবিচিনি ইউনিয়নের তার মামা বাড়ী আসতে বলে। ১২ জানুয়ারি রাত ৮টার দিকে লাকীর মামা বাড়ীতে আসে নয়ন। কথা বার্তার এক পর্যায়ে নয়ন ওই বাড়ীতে রাত্রি যাপন করে। নয়ন ঘরের সামনের রুমে ও লাকী পিছনের রুমে ঘুমাতে যায়। রাত ১১টার দিকে নয়ন লাকীর রুমে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এই সময় লাকীর ডাক চিৎকারে ওই ঘরের অন্যান্যরা উপস্থিত হলে নয়ন সবাইকে সাফ জানিয়ে দেয় পরের দিন প্রকাশ্যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। বিধিবাম, সকালে ঘুম থেকে উঠার আগেই নয়ন ওই বাড়ী হতে পালিয়ে যায়। এই ব্যপারে নয়নের সাথে যোগাযোগে ব্যর্থ হয়ে নয়নের বিরুদ্ধে অভিযোগ করতে ১৪ জানুয়ারি বেতাগী থানায় হাজির হয় লাকী আক্তার। অফিসার ইনচার্জ অভিযোগটি আমলে না নিয়ে লাকীকে উপহাস করে। এমনকি ওই থানার এসআইস সাইফুল ইসলাম অভিযুক্ত নয়নের নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে। উপায়ন্তর না পেয়ে লাকী বরগুনা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। এ ব্যাপারে লাকী আক্তার বলেন, ‘নয়নের প্রলোভনে পড়ে আমি স্বামীর সংসার হারালাম অপর দিকে ধর্ষনের স্বীকার হলাম। পাশাপাশি আমার পার্লার ব্যবসা করে জমানো টাকা পয়সা আত্মসাৎ করেছে নয়ন। আমার এখন মরণ ছাড়া কোন পথ নাই। আমি ন্যায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছি।’ এ ব্যাপারে নয়ন বলেন, ‘লাকীর সাথে শারিরিক সম্পর্ক ছিলো, আমি অনেকবার তার সাথে শারিরিক ভাবে মিলিত হয়েছি। আমি পুরুষ লোক একজনের সাথে সম্পর্ক হতেই পারে। বিনিময়ে ওকে দিয়েছি টাকা। এখন ওকে বিয়ে করতে হবে, এর কোন মানেই হয় না।’




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ