Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ৯:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শীত শেষ হওয়ার আগেই হোক না ‘হাঁসের মাংসের কালিয়া’ 
Friday January 24, 2020 , 7:30 pm
Print this E-mail this

শীত শেষ হওয়ার আগেই হোক না ‘হাঁসের মাংসের কালিয়া’


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শীতকালে এলেই হাঁসের মাংস খাওয়ার ধুম পড়ে। হাঁসের মাংসের কালিয়া বাংলার জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটি। শীত শেষ হওয়ার আগে একদিন রান্না করে ফেলতে পারেন মজার এই খাবারটি। 

যা যা প্রয়োজন :

১টি হাঁস, ১/২ কাপ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ হলুদ বাটা, ১ চা চামচ মরিচ বাটা, ১ চা চামচ জিরা বাটা, ১ চা চামচ ধনে বাটা, ১/৪ চা চামচ গোলমরিচ বাটা, ১টি তেজপাতা, ৩ টুকরা দারুচিনি, ৩টি এলাচ, ১ চা চামচ মেথি, ১/২ কাপ সয়াবিন তেল, কারি মশলা (ইচ্ছা)। 

রন্ধন প্রণালি :

মাংসের সঙ্গে বাটা মশলা, তেজপাতা, এলাচ, দারুচিনি ও লবণ মিশিয়ে ঢেকে চুলায় দিন। মৃদু আঁচে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে নামান। একটি পেঁয়াজ কুঁচি করুন এবং দুই কোয়া রসুন থেঁতলে নিন। চুলায় তেল বসিয়ে মেথির ফোঁড়ন দিন। এতে পেঁয়াজ ও রসুন দিন। হালকা ভেজে ভেজে সেদ্ধ করা মাংস দিতে হবে। কিছুক্ষণ নেড়ে কারি মশলা মেশান। মাংস কষে তেল ওপরে উঠে আসলে নামিয়ে নিন। গরম ভাত, পোলাও, নান কিংবা পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন হাঁসের মাংসের এই পদটি। 




Archives
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
Image
পাচারের অর্থ গচ্ছিত রেখে অপরাধে শরিক না হওয়ার আহ্বান, জাতিসংঘে ড. ইউনূস