প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে ইয়ং টাইগার্স অনুধর্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু
Tuesday December 3, 2019 , 10:39 am
বরিশালে ইয়ং টাইগার্স অনুধর্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু
নিজস্ব প্রতিবেদক : ইয়ং টাইগার্স অনুধর্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০১৯-২০ শুরু হয়েছে বরিশালে। বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে চিটাগাং বনাম সিলেট জোনের আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতার মধ্য দিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, ২ ডিসেম্বর সকাল ৯ টায় এর উদ্বোধন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রতিযোগিতার আয়োজন করেছে। ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাসসহ উভয় দলের খেলোয়ার, কোচ, ম্যানেজার।