মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের মোস্তফা আকনের মেয়ে হাওয়া আক্তার কীটনাশকপানে আত্মহত্যা করেছে। ঘটনা ঘটেছে রোববার সকালে উত্তর টিয়াখালী গ্রামে। জানা গেছে, উত্তর টিয়াখালী গ্রামের মোস্তফা আকনের মেয়ে হাওয়া আক্তার বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামের খলিলুর রহমান তালুকদারের ছেলে রোমেন তালুকদারের সঙ্গে গত দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত বছর তারা নিজেরা দু’পরিবারের অসম্মতিতে বিয়ে করেন। হাওয়ার পরিবার বিয়ে মেনে নিলেও রোমেনের পরিবার মেনে নেয়নি। শুক্রবার রোমেন শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। শনিবার রাতে রোমেনের পরিবার বিয়ে মেনে না নেয়ার বিষয় নিয়ে তার সঙ্গে স্ত্রী হাওয়া আক্তারের কথাকাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয় স্ত্রী হাওয়া আক্তার। রোববার সকালে হাওয়া কীটনাশক পান করে। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। খবর শুনে স্বামী রোমেন তালুকদার পালিয়ে যেতে চেষ্টা করলে শ্বশুরবাড়ির লোকজন রোমেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।