Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বয়স কমাবে আনারস! 
Wednesday July 31, 2019 , 2:06 pm
Print this E-mail this

বয়স কমাবে আনারস!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাজারে এখন বেশ সহজলভ্য একটি ফল আনারস। কমলা আর সোনালি রঙের মিষ্টি রসালো এই ফলটি রয়েছে অনেকের পছন্দের তালিকায়। কেউ কেউ আবার ফলটি ব্যবহার করেন সালাদে। রান্নাতেও অনেক সময় ব্যবহার করা হয় এটি। আনারসের রয়েছে নানা পুষ্টিগুণ। ব্লাড প্রেশার কমাতে, দেহের পুষ্টি বৃদ্ধিতে, ঠান্ডা জ্বর কমাতে সাহায্য করে এটি। তবে ত্বকের জন্যও দারুণ উপকারী এ ফল। বিশ্বাস না হলে মুখে একটুখানি আনারস মেখে দেখুন! তারুণ্য ধরে রাখতে কে না চান। আর এই কাজটিতে সাহায্য করে আনারস। ত্বকে আনারসের রস ব্যবহারে বয়স বাড়বে না একদমই। অর্থাৎ, ত্বকে বয়সের ছাপ পড়বে না। কারণ, এই ফলটিতে থাকা আলফা হাইড্রক্সি অ্যাসিড (এএইচএ) নামক উপাদান কোলাজেন উৎপাদন বাড়িয়ে তুলে ত্বক টানটান মসৃণ রাখতে সাহায্য করে। একটি আনারস ছোট টুকরো করে ব্লেন্ড করে বা পিষে রসটুকু আলাদা করে নিন। এই রসে তুলো ভিজিয়ে মুখে মাখুন। পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে লাবণ্যময়। 

স্ক্রাব হিসেবে : আনারসে একটা খসখসে ভাব রয়েছে যা দেহ থেকে ডেড সেল বা মৃত কোষ তুলে দিতে পারে। তাই প্রাকৃতিকভাবে এই ফল স্ক্রাব হিসেবে কাজ করে। গোসলের সময় এক টুকরো আনারস পুরো শরীরে ঘষুন। ত্বক হবে পরিষ্কার আর নরম। 

ব্রণ সমস্যায় : প্রাকৃতিক উপায়ে ব্রণ সারাতে আনারসের জুড়ি নেই। ব্রণের ওপর আনারসের রস লাগিয়ে দুই মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আনারসে থাকা এনজাইম ব্রোমেলেন দ্রুত ব্রণ শুকাতে সাহায্য করে। 

ত্বকের আর্দ্রতা বাড়াতে : ত্বকের আর্দ্রতা বাড়াতেও সাহায্য করে আনারস। তিন টেবিল চামচ আনারসের রসের সঙ্গে দুই টেবিল চামচ দুধ আর একটি ডিমের কুসুম ভালো করে মেশান। এই ফেসপ্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের জন্য হাইড্রেটিং মাস্ক হিসেবে কাজ করে। এই মৌসুমে তবে আনারস খাওয়ার পাশাপাশি ত্বকের যত্নেও ব্যবহার করুন আর থাকুন প্রাণবন্ত। 




Archives
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
Image
পাচারের অর্থ গচ্ছিত রেখে অপরাধে শরিক না হওয়ার আহ্বান, জাতিসংঘে ড. ইউনূস