Current Bangladesh Time
রবিবার অক্টোবর ৫, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রিফাত হত্যায় দ্রুত একটি ভালো খবর দিতে পারব-পুলিশ সুপার 
Monday July 1, 2019 , 2:08 pm
Print this E-mail this

রিফাত হত্যায় দ্রুত একটি ভালো খবর দিতে পারব-পুলিশ সুপার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় চাঞ্চল্যকর রিফাত হত্যার ঘটনায় ৬জন আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। দুপুরে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আসামিদের নাম পরিচয় প্রকাশ করেছেন। রিফাতের বাবা দুলাল শরীফের দায়ের করা মামলার এজাহারভুক্ত ১২জনের মধ্যে ২জন ও ঘটনায় জড়িত সন্দেহে আরও ৪জনের নাম প্রকাশ করেছে জেলা পুলিশ। গ্রেফতার হওয়া এজাহারভুক্ত আসামিরা হলেন, বরগুনার পৌরসভার ৫নং ওয়ার্ডে আমতলা এলাকার বাসিন্দা অরুণ চন্দ্র সরকারের ছেলে জয় চন্দ্র ওরফে চন্দন সরকার (২১) ও পৌর শহরের কলেজ সড়কের আয়নাল হকের ছেলে মোহাম্মদ হাসান। চন্দন ওই মামলার ৪ নং এবং হাসান ৯ নং আসামি। এছাড়াও ভিডিও ফুটেজে সনাক্ত ও জড়িত সন্দেহে সদর উপজেলার পোটকাখালী এলাকার হাবিবুর রহমানের ছেলে মো: নাজমুল হাসান (১৮), পৌরশহরের ৪নং ওয়ার্ডের ধানসিঁড়ি সড়কের নয়া মিয়ার ছেলে তানভীর (২২), নলী মাইঠা এলাকার আবদুল লতিফ মাষ্টারের ছেলে মো.: সাগর (১৯) ও সদর উপজেলার ৬নং বুড়ির চর ইউনিয়নের হাজার বিঘা এলাকার কায়সার আহমেদের ছেলে কামরুল হাসান সাইমুন (২১) কে গ্রেফতার দেখানো হয়। এছাড়াও রবিবার রাত সাড়ে আটটার দিকে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন আরও দু’জনকে গ্রেফতার নিশ্চিত করেছেন। সর্বশেষ গ্রেফতার দু’জন হল মামলার ১১ নং আসামি ওলি ও ১২নং আসামি টিকটক হৃদয়। পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, দেশব্যাপী অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আমরা ভালো একটি খবর দিতে পারবো। এদিকে সকাল থেকে বিভিন্ন সংগঠন রিফাত হত্যার প্রধান আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অব্যাহত রেখেছে। বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। মানববন্ধনে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেন। এছাড়াও একই স্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ একই দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন-সংগঠনটির জেলা শাখার সভাপতি মাহুমুদুল হাসান ওলি উল্লাহ, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ বরগুনা শাখার সাবেক সভাপতি মাওলানা ইদ্রিসুর রহমান প্রমুখ।




Archives
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
মারা গেছেন সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন
Image
অক্টোবরে আসছে বাম দলগুলোর নতুন জোট
Image
বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল