মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অবশেষ গ্রেফতার করা হয়েছে রিফাত শরীফ হত্যার পরিকল্পনা হওয়া ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপ ০০৭ এর সদস্য মো: সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ৩০ জুন পুলিশে চাকুরীর জন্য স্বাস্থ্য পরীক্ষা দিতে গেলে বরগুনা পুলিশ লাইন থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো: সোহেল রানা সাগরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন হত্যার পরিকল্পনাকারী হিসেবে সাগর গ্রেফতার হয়েছে। সাগর বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল লতিফ মাস্টারের ছেলে। বর্তমানে তারা বরগুনা পৌরসভার পশ্চিম আমতলা পাড় সড়কের বাসিন্দা। জানাগেছে, রিফাত হত্যার পরিকল্পনাকারী গ্রুপের সদস্য মো: সাগর পুলিশের কনস্টেবল পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। উত্তীর্ণদের মেধা তালিকায় ৩০ নম্বর পেয়ে ১৮ তম হয়েছেন সাগর। নিয়োগ পরীক্ষায় তার রোল নম্বর ১০৮। রোববার ৩০ জুন তার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল বরগুনা পুলিশ লাইনে। তবে সরকারি চাকরির জন্য কোনো আবেদনকারী যদি ফৌজদারি মামলার আসামি হয় তাহলে তার নিয়োগ আপনা আপনি বাতিল হয়ে যায়। এ অবস্থায় সাগরের পুলিশে চাকরি তো দূরের কথা কোনও সরকারি চাকরি করারও সুযোগ থাকছে না। উল্লেখ্য, রিফাত হত্যার পরিকল্পনা যে ফেসবুক গ্রুপে করা হয় তার নাম ০০৭। ইতোমধ্যেই এ গ্রুপে রিফাত হত্যার পরিকল্পনার কথোপকথনের বেশ কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ বিষয়ে রিফাত হত্যার পরিকল্পনা করা ম্যাসেঞ্জার গ্রুপ ০০৭-এ যুক্ত থাকার কথা স্বীকার করেছেন মো: সাগর। তবে রিফাতের ওপর হামলার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে দাবী করেন।