|
রিফাত হত্যা : ফেসবুক জুড়ে নয়ন বন্ডকে আটকের গুজব
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপর স্ত্রীর সামনে স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নয়ন বন্ডকে বরিশাল থেকে আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এ ধরনের কোনো তথ্য বরিশাল মহানগর পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার ২৯ জুন সকাল থেকে নয়ন বন্ডকে আটকের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অনেকে এ ধরনের স্ট্যাটাস দিয়ে তা আবার কিছু সময় বাদে সরিয়েও ফেলেছেন। আবার অনেকেই ফেসবুক স্ট্যাটাসে নয়নকে আটকের কথা তুলে ধরেছেন। এরমধ্যে অনেকেই আটকের খবরটি লিখে সামনে লিখেছেন শুনলাম। যদিও বরিশাল মহানগর পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান সাংবাদিকদের জানিয়েছেন, নয়ন বন্ডকে আটকের কোনো তথ্য তাদের কাছে নেই। একই তথ্য জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম। প্রসঙ্গত, প্রকাশ্য দিবালোকে রাস্তার ওপর স্ত্রীর সামনে স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তদন্তের মধ্যেই আলোচনায় এসেছে ‘বন্ড ০০৭’ ফেইসবুক মেসেঞ্জার গ্রুপ। নয়নের পারিবারিক নাম সাব্বির আহম্মেদ, ডাক নাম নয়ন। নয়নের সঙ্গে নিজেই জুড়ে দিয়েছেন বন্ড। নয়ন নিজেকে জেমস বন্ড ভাবতে ভালোবাসেন বলেই নামের সঙ্গে যুক্ত করেন বন্ড। তাই বরগুনা শহরে অতি সহজেই বন্ধু মহল থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধীর তালিকাতেও পরিচিতও পেয়ে যান নয়ন বন্ড নামে। তার মোটরসাইকেলে, বাড়ির দেয়ালে নানা জায়গায় লেখা রয়েছে বন্ডের ০০৭ কোড নামটি। বলা হচ্ছে, ওই ফেইসবুক গ্রুপেই রিফাতকে হত্যার পরিকল্পনা সাজানো হয়। আর এই গ্রুপের নেতা হলেন রিফাত হত্যার হোতা নয়ন বন্ড, যাকে পুলিশ দুই দিনেও গ্রেফতার করতে পারেনি।
Post Views: ০
|
|