|
বরিশালের আগৈলঝাড়ায় সত্যরঞ্জন দাস গুপ্তের স্মরণ সভা অনুষ্ঠিত
শামীম আহমেদ : বরিশালের আগৈলঝাড়া গৈলা দাশের বাড়ির সাধক পুরুষ, পাকিস্তান আমলে গণতান্ত্রিক সংগ্রামে কারাবরণকারী বিশিষ্ট সমাজসেবী সত্যরঞ্জন দাশ গুপ্তের ষোড়শ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৈলা দাশের বাড়িতে শনিবার ধর্মীয় অনুষ্ঠান ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। সত্যরঞ্জন দাশ গুপ্ত ও রেণুকা দাশ গুপ্তার তিন বীর মুক্তিযোদ্ধা সন্তান দৈনিক সমকালের উপ-সম্পাদক বিশিষ্ট কলামিষ্ট ও সাংবাদিক অজয় দাশ গুপ্ত ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক দাশ গুপ্ত অসীম ও বরিশাল শিক্ষক সমিতির সভাপতি আশীষ দাশ গুপ্ত এবং তাদের জামাতা বীর মুক্তিযোদ্ধা মিহির দাশ গুপ্ত। দিনব্যাপী পূজা অর্চনা শেষে স্মরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো: লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়াম্যান জসীম সরদার, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক। এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
Post Views: ০
|
|