Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ২:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অমানবিক এক ঘটনার জন্ম দিয়ে এখন গণমাধ্যমকে দুষলেন বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটি 
Monday June 1, 2020 , 12:54 pm
Print this E-mail this

সর্বত্র প্রতিবাদ ও নিন্দার ঝড়, কমিটির সাধারণ সম্পাদককে বহিষ্কারের দাবী

অমানবিক এক ঘটনার জন্ম দিয়ে এখন গণমাধ্যমকে দুষলেন বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটি


মুুুুুুুুক্তখবর ডেস্ক রিপোর্ট : অমানবিক এক ঘটনার জন্ম দিয়ে এখন গণমাধ্যমকে দুষলেন বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটি। মৃতদেহের সৎকারে বাধা দেবার সংবাদ প্রকাশকে মিথ্যচার বলে দাবি করছে তারা। বরিশাল মহাশ্মশান নামক কমিটির ফেইজবুক আইডি থেকে এমনই একটি পোস্ট নজর কেড়েছে। ওই পোস্টে তারা উল্লেখ করেন, ‍‌’বরিশাল মহাশ্মশান কমিটির পক্ষ থেকে “হ্যালো বরিশাল ডট কম” এর প্রকাশিত মিথ্যা সংবাদ প্রচার করার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদে, মানিক মুখার্জী কুডু , তমাল মালাকার, শ্রী রাখাল চন্দ্র দে, এ্যাডভোকেট দিলীপ ঘোষ, স্বপন কুমার দত্ত, অমর কুমার পুষি লাল, ভানু রঞ্জন দে, লিটু দত্ত, দিলীপ চক্রবর্তী, সঞ্জয় চক্রবর্তী, বিপ্লব সেনগুপ্ত, অনির্বাণ বিশ্বাস, প্রিয় লাল মন্ডল, বিপ্লব রায়, বিশ্বজিৎ বিশু ও শশাঙ্ক সেনগুপ্ত।’ এদিকে জানা গেছে, হৃদয় বিদারক এই ঘটনা শুধু পোর্টালে নয় জাতীয় এবং আঞ্চলিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। যাতে করে নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ঘটনার মূল অভিযুক্ত বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক তমাল মালাকার অদৃ‌শ্য শক্তির অধিকারি হওয়ায় বরিশালের হিন্দু নেতৃবৃন্দ গোপনে ক্ষোভ প্রকাশ করেলও প্রকাশ্যে কেউ কথা বলতে রাজি হচ্ছে না।উল্লেখ্য, শনিবার করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া নিতাই চন্দ্র শীলের সৎকারে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠে বরিশাল মহাশ্মশানের সাধারণ সম্পাদক তমাল মালাকারের বিরুদ্ধে। মৃতের লাশ ও স্বজনদের বৃষ্টির মধ্যে বাইরে বের করে দেয়া হয়। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে প্রতিবাদ ও নিন্দা জানানো হয় এবং কমিটির সাধারণ সম্পাদককে বহিষ্কারের দাবীও জানান আরও অনেকেই।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ