Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত বরিশালের সে-ই আইনজীবীর অবশেষে জামিন 
Monday May 4, 2020 , 5:22 pm
Print this E-mail this

সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে রবিউল ইসলাম রিপনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত বরিশালের সে-ই আইনজীবীর অবশেষে জামিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে টিসিবি’র (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রিতে বাধা এবং ট্যাগ অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া সেই আইনজীবী রবিউল ইসলাম রিপন জামিন পেয়েছেন। রোববার (৩ মে) সন্ধ্যায় মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ। এরআগে শনিবার (২ মে) বিকেলে নগরের সোনামিয়ার পুল সংলগ্ন এলাকায় টিসিবি’র পণ্য বিক্রিতে বাধা এবং ট্যাগ অফিসারকে লাঞ্ছিত করার অভিযোগে নগরের ডেফুলিয়া এলাকার বাসিন্দা অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম মনিটরিংয়ের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও এলজিআরডির ভূমি অফিস নির্মাণ প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী সুভদ মজুমদার জানান, টিসিবির পণ্য নিয়ে একটি ট্রাক দিনভর নির্ধারিত জায়গায় ন্যায্য মূল্যে বিক্রি কার্যক্রম পরিচালনা করেন। সব পণ্য শেষ হলেও কিছু ছোলা থেকে যায়। টিসিবি’র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে নগরের নবগ্রাম রোডের সোনা মিয়ার পুল এলাকায় সেই ছোলা বিক্রি শুরু করা হয়। সুভদ মজুমদার বলেন, হঠাৎ করেই অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপন নামে ওই ব্যক্তি সেখানে আসেন এবং পণ্য বিক্রি কার্যক্রমে বাধা দেন। এসময় তাকে বোঝাতে গেলে তিনি আমার ওপর চড়াউ হন এবং মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমাকে জিম্মি করে আটকে রাখে। পরে বিষয়টি জেলা প্রশাসনকে অবগত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী এসে আমাকে উদ্ধার করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজমূল হুদা জানান, শনিবার বিকেলে টিসিবি’র এক ডিলার ট্রাকে করে ডেফুলিয়া এলাকায় ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করছিলো। এ সময় রবিউল ইসলাম রিপন নামে এক ব্যক্তি সেখানে গিয়ে পণ্য বিক্রিতে বাধা দেন। বিষয়টি উপস্থিত ট্যাগ অফিসার সুবোধ মজুমদার মোবাইল ফোনে টিসিবি কর্মকর্তাকে জানাচ্ছিলো। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্ছিত করেন রিপন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে হাজির হয়ে সরকারি কাজে বাধাদান এবং সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে ১৮৬০ সালের ১৮৬ ধারার বিধান অনুযায়ী রবিউল ইসলাম রিপনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ