Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৬, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৯৯ কোটি টাকা ব্যায়ে বরিশালে হচ্ছে ক্যানসার হাসপাতাল 
Sunday January 9, 2022 , 8:23 pm
Print this E-mail this

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

৯৯ কোটি টাকা ব্যায়ে বরিশালে হচ্ছে ক্যানসার হাসপাতাল


নিজস্ব প্রতিবেদক : ৯৯ কোটি টাকা ব্যায়ে দক্ষিঞ্চলের মানুষের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে ৪৬০ শয্যা বিশিষ্ট (১৫ তলা) সমন্বিত ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (জানুয়ারি ৯) সকাল ১০টায় দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালসহ দেশের ৮ বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। বরিশাল নগরীর বান্দ রোড সংলগ্ন শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে সামনে ১৫ তলা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকা। ১৭ তলার ভিত্তি সহ ১৫ তলা হাসপাতাল ভবনে দুটি বেইজমেন্ট থাকবে। এর মধ্যে ৬ তলা পর্যন্ত থাকবে ক্যান্সার হাসপাতালের জন্য এবং বাকি তলাগুলো কার্ডিওলোজি, নেফ্রোলজি এবং বার্ন ইউনিটসহ আরো বেশ কয়েকটি বিভাগের জন্য নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ৫ আগস্ট নির্মাণকাজের চুক্তি হয়। পরবর্তী ২৪ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর একনেকের সভায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র প্রকল্প পাশ হয়। তারই ধারাবাহিকতায় গতকাল এই ক্যান্সার হাসপাতালটি কাজ উদ্ধোধন করেন। এ উপলক্ষ্যে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সকাল ১০টায়  আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল-২ আসনের এমপি মো: শাহে আলম, বরিশাল-৪ আসনের এমপি পংকজ নাথ, বরিশাল-৬ আসনের এমপি নাসরিন জাহান রত্না আমীন, সংরক্ষিত এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা, বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান, বিএমপি’র অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার মো: মারুফ হোসেন, শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা: এইচএম সাইফুল ইসলাম সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজ নেতৃবৃন্দ।

 




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ