Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩১, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৭ দাবি না মানলে শনিবার থেকে মুরগি ও ডিম উৎপাদন বন্ধ : বিপিএ 
Friday October 31, 2025 , 12:49 pm
Print this E-mail this

প্রান্তিক খামারিরা প্রতিদিন ক্ষতির মুখে পড়ে টিকে থাকার লড়াই চালাচ্ছেন

৭ দাবি না মানলে শনিবার থেকে মুরগি ও ডিম উৎপাদন বন্ধ : বিপিএ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ৭ দফা দাবি না মানলে শনিবার থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার ও উৎপাদন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, কর্পোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্যে পোলট্রি খাত ধ্বংসের পথে, ৫০ থেকে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে, যার মধ্যে ৪০% নারী ও ৬০% শিক্ষিত বেকার যুবক। সরকারের নীরবতা ও কর্পোরেট সিন্ডিকেটের প্রভাবের কারণে আন্তর্জাতিক বাজারে ফিড উৎপাদনের মূল কাঁচামাল যেমন সয়াবিন মিল, ভুট্টা, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন প্রিমিক্সের দাম টানা ৩ বছর ধরে নিম্নমুখী থাকলেও বাংলাদেশের বাজারে এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে। এতে বলা হয়, দেশে কয়েকটি কর্পোরেট সিন্ডিকেট একচেটিয়া ফিডের বাজার দখল করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে যার ফলে ফিড, বাচ্চা ও ওষুধের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। প্রান্তিক খামারিরা প্রতিদিন ক্ষতির মুখে পড়ে টিকে থাকার লড়াই চালাচ্ছেন। দেশের সবচেয়ে বড় এই কৃষিভিত্তিক খাত আজ ভয়াবহ সংকটে। প্রান্তিক খামারিদের অধিকার ও পোলট্রি শিল্পের অস্তিত্ব রক্ষার স্বার্থে বিপিএ ৭ দফা ঘোষণা করছে। বিবৃতিতে আরো বলা হয়, বিপিএ–এর ৭ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১ নভেম্বর থেকে পর্যায়ক্রমে সারা দেশে সকল জেলা উপজেলায় ডিম-মুরগির খামার বন্ধ করা হবে এবং ডিম ও মুরগি উৎপাদন বন্ধ থাকবে।

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের ৭ দফা দাবি হলো :–

১. কর্পোরেট সিন্ডিকেট ভেঙে দিয়ে ফিড, বাচ্চা, মেডিসিন ও ভ্যাকসিনের দাম সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে।

২. কর্পোরেট প্রভাবমুক্ত, ন্যায্য ও স্বচ্ছ বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে।

৩. প্রান্তিক খামারিদের সংগঠনকে নীতিনির্ধারণ পর্যায়ে অন্তর্ভুক্ত করতে হবে।

৪. ফিড, বাচ্চা ও ওষুধের বাজারে নিয়মিত অডিট ও প্রকাশযোগ্য প্রতিবেদন ব্যবস্থা চালু করতে হবে।

৫. উৎপাদন খরচ অনুযায়ী ১০% লাভ যুক্ত করে ডিম ও মুরগির ন্যায্য দাম নির্ধারণ করতে হবে।

৬. ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য জামানতবিহীন ঋণ, প্রণোদনা ও ভর্তুকি দিতে হবে।

৭. নীতিনির্ধারণী পর্যায় দুর্নীতিগ্রস্ত ও কর্পোরেটপন্থী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।




Archives
Image
৭ দাবি না মানলে শনিবার থেকে মুরগি ও ডিম উৎপাদন বন্ধ : বিপিএ
Image
নির্বাচন ঘিরে নতুন করে ডিসি নিয়োগের উদ্যোগ, ফিট লিস্ট তৈরি শুরু
Image
দেশের তিনটি বিভাগে ভারী বৃষ্টির আভাস
Image
বরিশালের প্রতিভাবান কন্যা রবীন্দ্রসঙ্গীতে দেশসেরা প্রিয়ন্তী পোদ্দার
Image
বরিশালে অপসো স্যালাইনে শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে কর্মবিরতি