Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৫ দফা দাবীতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন 
Monday October 11, 2021 , 3:42 pm
Print this E-mail this

জেলা প্রশাসকের অফিসের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রালয় বরাবর স্বারকলিপি প্রদান

৫ দফা দাবীতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ইলেকট্রিক মোটরযান রেজিষ্ট্রেশন ও চলাচল নীতিমালায় ব্যাটারি রিকশা ও ইজিবাইককে অন্তর্ভূক্ত করে লাইসেন্স প্রদান করা সহ ৫ দফা দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের অফিসের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রালয় বরাবর স্বারকলিপি প্রদান করে রিকসা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা কমিটি।সোমবার (অক্টোবর ১১) বেলা ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোড অশ্বিনী কুমার টাইন হল সম্মুখ সদররোডে একর্মসূচি পালিত হয়। রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-সদস্য সচিব ইমরান হাবিব রুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, শ্রমিক নেতা মনির হাওলাদার, সেকেন্দার, রুবেল হাওলাদার, শহিদ মিয়া ও জব্বার প্রমুখ। পরে নগরীতে এক বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক দপ্তরে গিয়ে তাদের দাবী নামার স্বারকলিপি প্রদান করেন। এর পূর্বে সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সদররোড মানববন্ধন কর্মসূচি পালন করে।




Archives
Image
দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
Image
৫ লাখ লিফলেট বিলি করছে বিএনপি, কী আছে এতে?
Image
মিল্টন সমাদ্দারের স্ত্রী ডিবিতে
Image
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image
আগুনের পরিধি দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে, তদন্ত কমিটি গঠন