Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৪ দিন কারাবাসের পর জামিন পেলেন অধ্যাপক আনোয়ারা বেগম 
Monday June 2, 2025 , 6:37 pm
Print this E-mail this

জবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার চোখে গুলি করে হত্যাচেষ্টা

৪ দিন কারাবাসের পর জামিন পেলেন অধ্যাপক আনোয়ারা বেগম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার চোখে গুলি করে হত্যাচেষ্টার মামলায় বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। এর ফলে চারদিন কারাবাসের পর জামিন পেলেন অধ্যাপক আনোয়ারা বেগম। এর আগে তার জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। জানা গেছে, এদিন আদালতে তার পক্ষে শুনানি করেন মোট ১১ আইনজীবী, যারা প্রত্যেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। গত ২৯ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগেরদিন সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয়। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিপরীত পাশে স্টার হোটেলের সামনে বিক্ষোভ মিছিল করে জবি ছাত্রদল। এ সময় আসামিরা ছাত্রজনতার ওপর পরিকল্পিত হামলা চালায় ও মারধর করে। এ ঘটনায় জবি ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক সুজন মোল্লা চোখে গুলিবিদ্ধ হন। পরে দীর্ঘদিন তিনি হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী সুজন মোল্লা বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলাটি করেন। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান অনেক শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রলীগের ৯৪ জনসহ ১৯৩ জনকে আসামি করা হয়। এই মামলার ৪৩ নম্বর এজাহারনামীয় আসামি আনোয়ারা বেগম।




Archives
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
Image
পাচারের অর্থ গচ্ছিত রেখে অপরাধে শরিক না হওয়ার আহ্বান, জাতিসংঘে ড. ইউনূস