Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১১, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » ২৫ মার্চের হত্যাযজ্ঞ ইতিহাসের জঘন্যতম গণহত্যার নজির-বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান 
Thursday March 25, 2021 , 10:16 pm
Print this E-mail this

জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২৫ মার্চের হত্যাযজ্ঞ ইতিহাসের জঘন্যতম গণহত্যার নজির-বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২১ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বরিশালের সার্কিট হাউজে বিকেল ৪ টা ১৫ মিনিটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার। এসময় তিনি বলেন, একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত বাঙালির ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা ইতিহাসের জঘন্যতম গণহত্যার নজির। বাঙালি জাতির স্বাধীকার স্বপ্ন চিরতরে মুছে ফেলার জন্য পাক হানাদার বাহিনী একাত্তরের এই দিনে নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির উপর নির্বিচারে গণহত্যা, ধর্ষণ ও অমানবিক নির্যাতন চালায়, যা ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পূর্ব পর্যন্ত অব্যাহত থাকে। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে একাত্তরের ২৫ মার্চ কালরাতে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ। আমাদের দেশে এই দিনটি জাতীয়ভাবে গণহত্যা দিবস পালিত হলেও এখন পর্যন্ত আমরা আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি অর্জন করতে পারিনি, যেটা খুবই প্রয়োজন। এসময় তিনি আরও বলেন, পশ্চিমা শাসকগোষ্ঠীর ২৫ মার্চ কালরাতে গণহত্যা, ১৪ ডিসেম্বর এ দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও সাংবাদিকসহ অন্যান্য মেধাবী ব্যক্তিকে বাড়ি থেকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে নৃশংসভাবে নির্যাতন ও হত্যা করা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করে দিতে চেয়েছিল। তৎকালীন অবিভক্ত পাকিস্তানে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ থাকলেও উর্দুকেই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করাসহ সকল বিষয়ে পশ্চিমা শাসকগোষ্ঠী আমাদেরকে নির্বিচারে নির্যাতন ও শোষণ করতো। ১৯৭০ সালের ৭ই ডিসেম্বর, তৎকালীন অবিভক্ত পাকিস্তানের প্রথম এবং শেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানের শাসকগোষ্ঠী সে নির্বাচনের পর বিজয়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এই দিনটিকে গণহত্যা দিবসের স্বীকৃতি অর্জন করে এই দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে পালন করার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধরার পাশাপাশি এই জঘন্য অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কোথাও যেন এ ধরণের গণহত্যা না হয়। এসময় আরও উপস্থিত ছিলেন-সভার প্রধান অতিথি মোঃ সাইফুল হাসান বাদল, বিভাগীয় কমিশনার (অতিঃ সচিব) বরিশাল, মোঃ শফিকুল ইসলাম, বিপিএম-বার, পিপিএম ডিআইজি বরিশাল রেঞ্জ, জসিম উদ্দিন হায়দার, জেলা প্রশাসক, বরিশাল, মোঃ মারুফ হোসেন-পিপিএম, পুলিশ সুপার বরিশাল, এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, বরিশাল, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতিক বরিশালসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সকল শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী