|
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
২১ জানুয়ারির পর পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে : ইসি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জুলাই সনদ বাস্তবায়নে গণভোট এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে নিবন্ধনকারীরা আগামী ২১ জানুয়ারির পর থেকে ভোট দিতে পারবেন। সোমবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এতে বলা হয়েছে, আপনার প্রদত্ত ঠিকানায় ব্যালটে পৌঁছালে নিজ দায়িত্বে ব্যালট সংগ্রহ করে ২১ জানুয়ারির পর অ্যাপ-এ লগইন করে ভোটাধিকার প্রয়োগ করুন। দেশের ভেতরের তিন শ্রেণীর নাগরিক-সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদীরা, এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সবমিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
Post Views: ০
|
|