Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ৬, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ১ লাখ ১০ হাজার ডলারে বিক্রি মেসির অভিষেক ম্যাচের টিকিট! 
Tuesday July 18, 2023 , 8:18 pm
Print this E-mail this

মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির সবকিছুতেই জনপ্রিয়তা বৃদ্ধি

১ লাখ ১০ হাজার ডলারে বিক্রি মেসির অভিষেক ম্যাচের টিকিট!


মুক্তখবর স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির সবকিছুতেই জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। যে কারণে সবকিছুতেই মূল্য বাড়াচ্ছে তারা। এবার আর্জেন্টাইন এই তারকার ক্লাবের হয়ে অভিষেক ম্যাচের টিকিটেরও বেড়েছে মূল্য। শুধু বৃদ্ধিই নয়, রিতিমতো আকাশ ছুঁয়েছে। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা আগেই বলে রেখেছিলেন মেসি। তবে আনুষ্ঠানিকভাবে গত শনিবার চুক্তি সম্পন্ন করেন তিনি। রোববার তাকে উপস্থাপন করা হয় মায়ামির স্টেডিয়াম ডিআরবি পিএনকেতে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকাকে নিজেদের খেলোয়াড় হিসেবে বরণ করে নেয় যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। আগামী শুক্রবার ক্লাবের হয়ে প্রথম মাঠে নামতে পারেন তিনি। অভিষেক ম্যাচে লিগস কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুল হতে পারে তার প্রতিপক্ষ। এই ম্যাচ উপলক্ষে ছড়াচ্ছে বাড়তি উত্তেজনা। টিকেট বিক্রির ওয়েবসাইট Vivid Seats-এর বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানায়, ম্যাচটির সর্বোচ্চ টিকিট বিক্রি হয়েছে ১ লাখ ১০ হাজার ডলারে। যা এখন পর্যন্ত এমএলএস-এর কোনো ক্লাবের ম্যাচ টিকেটের সর্বোচ্চ মূল্য। অবশ্য কম দামেও পাওয়া যাবে ম্যাচটির টিকিট। টিকেটের গড় মূল্য ধরা হয়েছে ৪৮৭ ডলার।




Archives
Image
বরিশালে অপসোনিনের ৫০০ শ্রমিক চাকরিচ্যুৎ, প্রতিবাদে বিক্ষোভ
Image
ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীরা
Image
বরিশালে বিএনপির লিফলেট বিতরণে মজিবর রহমান সরোয়ার
Image
একসাথে বসে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে : সরোয়ার
Image
যাত্রা শুরু খুলনার আধুনিক কারাগারের : ফুল দিয়ে কয়েদিদের বরণ