Current Bangladesh Time
বৃহস্পতিবার জানুয়ারি ৮, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হিন্দি ছবির শুটিংয়ে বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী মম 
Saturday August 17, 2019 , 8:54 pm
Print this E-mail this

হিন্দি ছবির শুটিংয়ে বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী মম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাকিয়া বারী মম বাংলাদেশি জনপ্রিয় অভিনেত্রী। তিনি দেশের সীমানা ছাড়িয়ে ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর বলিউডে পা রাখেন। সেসসময় ‘ম্যাক্স কি গান’ নামের একটি হিন্দি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হইচই ফেলে দেন ঢালিউডে। সেসময় জানা গিয়েছিল সিনেমাটি প্রযোজনা করবেন ফয়সাল সাইফ। আর এটি নির্মাণ করবেন নির্মাতা সামির খান। এটুকু জানা গেলেও তখন জানা যায়নি কবে নাগাদ শুটিং শুরু হবে ছবিটির। দীর্ঘ ২ বছর পর নতুন করে ছবিটির খবর জানালেন অভিনেত্রী জাকিয়া বারী মম। শুক্রবার (১৬ আগস্ট) মম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বলিউডের হিন্দি এ ছবিতে শুটিংয়ের বিষয়টি জানান। তিনি ফেসবুকে লিখেছেন, সিনেমাটিতে বিশেষ সিবিআই অফিসার চরিত্রে দেখা যাবে তাকে, এর শুটিং শুরু হয়েছে ভূটানে। দুই বছর পর শুরু হতে যাওয়া এ ছবিতে মমকে দেখা সিবিআই অফিসার চরিত্রে। ছবির গল্প গড়ে ওঠেছে একজন ধনী ব্যক্তির ভাব নিয়ে। তিনি ভাবতেন টাকা থাকলেও মৃত মানুষকে বাঁচিয়ে রাখা যায়। আর সেই চেষ্টা করেন তার ছোট ভাইয়ের মৃত্যুর পর। কিন্তু আইনের চোখে এটি একটি অপরাধ। মম সেই ধনকুবেরের এমন অপরাধ রোধে কাজ করবেন। সিনেমাটি প্রসঙ্গে ফয়সাল সাইফ বলেন, আমরা কিছুটা সময় নিয়ে কাজটি শুরু করতে যাচ্ছি। অনেক আগে ছবিটির কাজ শেষ করার ইচ্ছা থাকলেও ছবির কলাকুশলীদের এক সঙ্গে না পাওয়ায় কাজ শুরু করা সম্ভব হয়নি। তাছাড়া আর্থিক কিছু সমস্যার কারণে আটকে ছিল ছবির কাজ। থিলারধর্মী এ ছবিতে অভিনয় করবেন ভূটানের অভিনেতা সোনম পিঞ্জর, কবিতা রাধেশ্যাম, নিশাত পাণ্ডে, অমিতাসহ আরও অনেকে। ছবির গল্প লিখেছেন ফয়সাল সাইফ ও সামির খান। জাকিয়া বারী মম ২০০৭ সালে লাক্স সুপারস্টার হওয়ার সুবাদে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান। এ ছবির পর দীর্ঘ দিন পর ‘প্রেম করবো তোমার সাথে’ ও ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে দেখা যায়। প্রথম ছবিতে অনবদ্য অভিনয়ের কারণে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।




Archives
Image
সোয়া লাখ টাকা ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা শিক্ষা কর্মকর্তা
Image
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা
Image
প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন বরিশালের ২৯ হাজারের বেশি প্রবাসী
Image
৪ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান
Image
কঠিন হচ্ছে মার্কিন ভিসা, বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ