Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে রোগী পাঠানো বন্ধ করতে হবে : বরিশালে স্বাস্থ্য সচিব 
Sunday July 31, 2022 , 7:14 pm
Print this E-mail this

ডাক্তাররা বড় শহরমুখী, ঢাকার মতো শহরে তারা থাকতে চায়, এটা ইক্যুয়াল করার চেষ্টা চলছে

হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে রোগী পাঠানো বন্ধ করতে হবে : বরিশালে স্বাস্থ্য সচিব


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে রোগীদের বেসরকারি ক্লিনিকে না পাঠাতে বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, ‘হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে রোগী পাঠানো বন্ধ করতে হবে। চিকিৎসকরা অন্য ৫ জনের থেকে আর্থিকভাবে স্বাবলম্বী। আমি বলেছি, আপনারা হাসপাতাল থেকে কোনো রোগী ক্লিনিকে পাঠাবেন না। যদি সার্ভিস না থাকে তাহলে আপনি বলতে পারেন ঢাকায় হাসপাতালে যেতে। যদি চিকিৎসকরা অনুরোধ না শোনে তাহলে ব্যবস্থা নিতে হবে।’ রোববার (জুলাই ৩১) দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্স সংকটের বিষয়ে সচিব বলেন, ‘কোনো জনবল সংকট নেই। স্বাস্থ্য সেবা তো আমরা এখন ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত দিচ্ছি। আমরা প্রচুর জনবলও নিয়েছি। এখন সমস্যা হচ্ছে, ডাক্তাররা বড় শহরমুখী। ঢাকার মতো শহরে তারা থাকতে চায়। এটা ইক্যুয়াল করার চেষ্টা চলছে।’ সচিব জানান, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যন্ত্রাংশ নষ্ট থাকার কারণে রোগীদের হাসপাতালের সামনের ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। কিছু টেস্টের যন্ত্র রয়েছে ডেট ওভার, আবার কিছু রয়েছে মেরামত করতে হবে। সেগুলো দ্রুত ঠিক করা হবে। এ সময় তিনি আরও বলেন, এই হাসপাতালের আকার অনেক বড়। তাই সমস্যাও বেশি। প্রথমে প্রাথমিক সমস্যাগুলোর উৎস খুঁজে বের করে এর সমাধান করা প্রয়োজন। হাসপাতাল বড় করা কোন সমাধান না। এর আগে সচিব শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন-বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: হুমায়ুন শাহীন খান, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: এইচএম সাইফুল ইসলাম, বরিশাল সিভিল সার্জন ডা: মারিয়া হাসানসহ স্বাস্থ্য ও প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তারা।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ