|
শাহীন শাহ্ শুধু জাদুকর নয়, একজন মানবিক জাদুকর, জয় হোক মানবতার, জয় হোক আমার জাদুর শিক্ষাগুরু – শাহীন শাহ্’র
হতদরিদ্র অসহায় সাধারণ মানুষ ও জাদুকরদের পাশে ইয়ুথ ম্যাজিশিয়ান সোসাইটি
মুক্তখবর বিনোদন ডেস্ক : তরুণ জাদুকরদের সংগঠন ইয়ুথ ম্যাজিশিয়ান সোসাইটি র প্রতিষ্ঠাতা নন্দিত জাদুকর ও শিশু বন্ধু শাহীন শাহ্ প্রতিনিয়ত অসহায় দরিদ্র সাধারণ মানুষ ও জাদুকরদের সহযোগিতা করে যাচ্ছেন। যা একজন জাদুকর হিসেবে আমার কাছে অত্যন্ত আনন্দের ও গর্বের। গর্বের আরেকটি বিষয় হলো, তিনি আমার জাদু শিক্ষাগুরু। যে কাজটি তিনি করছেন, তা অনেকেই করতে পারতেন। কিন্তু তা না করে তারা শুধু সমালোচনা করেই যাচ্ছেন, এটা অত্যন্ত দু:খজনক। এটা নিয়ে আমি আমার গুরুকে প্রশ্ন করেছিলাম। সদা হাস্যময়ী গুরু সাবলীল ভাষায় উত্তর দিলেন, যার যেটা কাজ সে সেটা করবেই, এতে কষ্ট পাওয়ার কি আছে। সত্যি তার কথা শুনে আমি অবাক হলাম। পাশাপাশি গর্ববোধ করলাম, এইতো আমার গুরু, যার কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। পেয়েছি ভালোবাসা, জেনেছি কি করে কষ্টকে সহ্য করে সামনের দিকে এগিয়ে চলতে হয়, বলতে হয় শাহীন শাহ্ শুধু জাদুকর নয়, একজন মানবিক জাদুকর। জয় হোক মানবতার। জয় হোক আমার জাদুর শিক্ষাগুরু – শাহীন শাহ্’র।
সাক্ষাৎকার গ্রহণ : সুব্রত বিশ্বাস, জাদুশিল্পী
Post Views: ০
|
|