Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৮:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্বাধীনতার ৫১ বছরেও শত্রুরা পিছু ছাড়েনি-বরিশাল জেলা প্রশাসক 
Tuesday December 1, 2020 , 5:33 pm
Print this E-mail this

শহীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন ও বদ্ধভূমি স্মৃতি ফলকে পুস্পার্ঘ অপর্ণ

স্বাধীনতার ৫১ বছরেও শত্রুরা পিছু ছাড়েনি-বরিশাল জেলা প্রশাসক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বাধীনতার ৫১ বছরেও শত্রুরা আমাদের পিছু ছাড়েনি। তারা নানা ভাবে সেই চক্রান্ত অব্যাহত রেখেছে। এই কারণেই এখনও বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলে। আমরা এদের প্রতিহত করতে চাই। এ জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের জানতে হবে। মঙ্গলবার বরিশালে মুক্তিযুদ্ধের গল্প বলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এসব কথা বলেন। ‌‌‌‘বিজয়ের দিনে নতুনের পথে’ শ্লোগানে বরিশালের অন্যতম যুব সংগঠন দি অডেশাস্’র আয়োজনে ৪র্থ বারের মত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচী থেকে পহেলা ডিসেম্বরকে মুক্তিযুদ্ধ দিবস পালনের দাবী জানানো হয়। বিজয়ের মাসের প্রথম দিনে শিশু-কিশোরদের যুদ্ধকালীন ঘটনা, দেশ স্বাধীনের ইতিহাস, যুদ্ধের ভয়াবহ ঘটনা শোনান বীর প্রতিক কেএস মহিউদ্দিন মানিক ও মোঃ রফিকুল ইসলাম। বরিশাল বদ্ধভূমি সংলগ্ন দিঘি (ত্রিশ গোডাউন) তীরে দি অডেশাস্’র সভাপতি দুর্জয় সিংহ জয়’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দি অডেশাস্’র সাবেক সভাপতি সাংবাদিক সাঈদ পান্থ, এ্যালায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভলপমেন্ট সমন্বয়ক মনিরুল ইসলাম সোহান। ইনজামুল সাফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক রিফাত খান। মুক্তিযুদ্ধের গল্পের অনুষ্ঠানের আগে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, করোনা ভাইরাস ও যুব বিষয়ক প্লাকার্ড প্রর্দশন করা হয়। পরে শহীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন ও বদ্ধভূমি স্মৃতি ফলকে পুস্পার্ঘ অপর্ণ করা হয়।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ