Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ২:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্বাচিপের নতুন সভাপতি জামাল, মহাসচিব কামরুল 
Friday November 25, 2022 , 7:10 pm
Print this E-mail this

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নতুন কমিটি গঠন

স্বাচিপের নতুন সভাপতি জামাল, মহাসচিব কামরুল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে ডা. জামাল উদ্দিন চৌধুরীকে। আর মহাসচিবের দায়িত্ব পেয়েছেন ডা. কামরুল হাসান মিলন। শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলনে এই নতুন কমিটির ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাম ঘোষণার আগে ওবায়দুল কাদের অধ্যাপক ডা. ইকবাল আর্সলান ও অধ্যাপক ডা. এমএ আজিজের নেতৃত্বাধীন স্বাচিপের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, স্বাচিপের নতুন কমিটি হবে সম্পূর্ণ নতুন। ওবায়দুল কাদের বলেন, স্বাচিপের নতুন কমিটিতে যারাই দায়িত্বে এসেছেন, তাদেরকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের এই সংগঠনটির শীর্ষ পদে কারা আসছেন তা নিয়ে অনেকদিন ধরেই কয়েকজনের নাম আলোচনায় ছিল। পদ পেতে চিকিৎসকদের অনেকেই নিয়মিত আ.লীগের প্রভাবশালী রাজনীতিবিদ ও দলীয় মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেন। সংগঠনটির বর্তমান সভাপতির দায়িত্ব পালন করা অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলানও ছিলেন আলোচনায়। পাশাপাশি সভাপতি পদের জন্য আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য নিউরোসার্জন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান, ডা. জামাল উদ্দিন চৌধুরী, অবসরপূর্ব ছুটিতে যাওয়া স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকিরের নাম আলোচনায় ছিল। শেষ পর্যন্ত সভাপতির পদে দায়িত্ব পান জামাল উদ্দিন চৌধুরী। এছাড়া মহাসচিব পদে আলোচনায় ছিলেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং স্বাচিবের কার্যকরী কমিটির সদস্য ডা. মো. তারিক মেহেদী পারভেজ, বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. শাহরিয়ার নবী শাকিল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী। তাদের মধ্যে কামরুল হাসান মিলনকেই মহাসচিব হিসেবে বেছে নেওয়া হয়। এর আগে ২০১৫ সালের ১৩ নভেম্বর স্বাচিপের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতি ৫ বছর পর সংগঠনটির সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তখন সময়মতো সম্মেলন করা যায়নি। তাই সাত বছর পর অনুষ্ঠিত হলো সম্মেলন।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ