Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১০, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন নারী ক্রিকেটার শারমিন 
Tuesday November 23, 2021 , 8:46 pm
Print this E-mail this

মাত্র ১৪১ বল খেলে ১১টি বাউন্ডারি দিয়ে ১৩০ রান করে ইতিহাস গড়েন

সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন নারী ক্রিকেটার শারমিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন শারমিন আক্তার। নিজেদের ২য় গ্রুপ বি ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে অপরাজিত ১৩০ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হয়েছেন তিনি। মঙ্গলবার জিম্বাবুয়ের রাজধানী হারারেতে সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। গাইবান্ধার ২৫ বছর বয়সী এই ওপেনার মাত্র ১৪১ বল খেলে ১১টি বাউন্ডারি দিয়ে ১৩০ রান করে ইতিহাস গড়েন। তার হাত ধরে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২২ রানের রেকর্ড গড়ে। এর আগে শারমিনের সেরা স্কোর ছিল ৭৪ রান। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন শারমিন। ১৫.৩ গড়ে ২৫ ওডিআই ম্যাচের ২৪ ইনিংসে ৩৬৮ রান করেছেন তিনি।এর আগে গত রবিবার, হারারে ওল্ড হারারিয়ানস স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দুই বল বাকি থাকতেই পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশের পরবর্তী গ্রুপ বি ম্যাচগুলো ২৫ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে এবং ২৯ নভেম্বর ওল্ড হারারিয়ানস স্টেডিয়ামে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে হওয়ার কথা রয়েছে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী