Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সেই দুগ্ধদাত্রী ডা: আফরোজাকে করোনা চিকিৎসায় অবদানের জন্য সম্মাননা 
Monday June 28, 2021 , 11:58 pm
Print this E-mail this

নিজকে রোগীর স্বার্থে বিসর্জন করার এমন সাহসী মানসিকতা কম মানুষেরই থাকে

সেই দুগ্ধদাত্রী ডা: আফরোজাকে করোনা চিকিৎসায় অবদানের জন্য সম্মাননা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের চরম প্রকোপ তখন চরম আকার ধারণ করে। সবাই তখন ঘরমুখো। ঠিক তখনই চার মাস বয়সী শিশু সন্তানকে ঘরে রেখে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার দায়িত্ব পালন করেছিলেন চট্টগ্রাম ও শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মাহমুদা সুলতানা আফরোজা। সেই ডা: মাহমুদা সুলতানা আফরোজাকে সম্মাননা দিল রোটারি ক্লাব অব ইন্টারন্যাশনাল। করোনা মহামারীর কঠিন সময়ে করোনা ওয়ার্ডে দায়িত্বপালনে স্বীকৃতিস্বরূপ সোমবার রাতে নগরের হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক অনুষ্ঠানে রোটারি ক্লাব এ বিশেষ সম্মাননা দেয়। রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ ডা: মাহমুদা সুলতানা আফরোজার হাতে এ সম্মানতা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন-প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর ড. তৈয়ব চৌধুরী ও দিলনাশিন মহসিন, ডিজিএন ইঞ্জিনিয়ার মতিয়ুর রহমান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি আহমেদ রেজাউল করিম জুবায়ের, রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার প্রেসিডেন্ট রাশেদুল আমিন প্রমুখ। বক্তারা বলেন, করোনার চরম প্রকোপের সময় ডা. মাহমুদা সুলতানা আফরোজা বাসায় চার মাস বয়সী মাতৃদুগ্ধ শিশু রেখে করোনা ওয়ার্ডে চিকিৎসার দায়িত্ব পালন করেছেন। এটি বড় একটি সাহসী সিদ্ধান্ত। নিজকে রোগীর স্বার্থে বিসর্জন করার এমন সাহসী মানসিকতা কম মানুষেরই থাকে। তার সময়োপযোগী সিদ্ধান্তের জন্য আমরা তাকে সাধুবাদ জানাই।




Archives
Image
বরিশালের গৌরনদীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ : ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার