|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ
সাহান আরা বেগম স্মরণে বরিশাল সাংবাদিক ইউনিয়নের স্মরণ সভা ও দোয়া-মোনাজাত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ৭৫’র ১৫ আগস্টের শহীদ জননী, রাজনীতিক, মাতৃসম অভিভাবক, মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম’র প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। শুক্রবার (১৮ জুন) বিকেল ৫টায় বরিশাল ক্লাব মিলনায়তনে স্মরণ সভা দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

স্মরণ সভা দোয়া-মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত সকলকে সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ ও সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, গত বছর (২০২০) সালের (৭ জুন) ভালোবাসার সোনার বাংলাদেশ এবং প্রিয় জন্মভুমি বরিশাল থেকে চির বিদায় নিয়েছেন ৭৫’র ১৫ আগস্টের শহীদ জননী, রাজনীতিক, মাতৃসম অভিভাবক, মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম।
Post Views: ০
|
|