Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাতক্ষীরা ভ্যানের ওপর জন্ম নেয়া সেই শিশুকে দেখতে গেলেন জেলা প্রশাসক, দিলেন সহায়তা 
Tuesday May 5, 2020 , 2:44 pm
Print this E-mail this

হাসপাতাল চত্বরে ভ্যানের ওপর সন্তানের জন্ম দেয় শিমুলী, ছেলের নাম রাখা হয়েছে রুদ্র দাস, মা-সন্তান দুইজনই সুস্থ রয়েছে

সাতক্ষীরা ভ্যানের ওপর জন্ম নেয়া সেই শিশুকে দেখতে গেলেন জেলা প্রশাসক, দিলেন সহায়তা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা না পেয়ে হাসপাতাল চত্বরে ভ্যানের ওপর জন্ম নেয়া শিশুটির নাম রাখা হয়েছে রুদ্র দাস। হাসপাতাল চত্বরে ভ্যানের ওপর রুদ্রের জন্ম নেয়াকে কেন্দ্র করে তোলপাড় চলছে গোটা স্বাস্থ্য বিভাগে। সোমবার (৪ মে) ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন সিভিল সার্জন। পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক ডিসি। এদিকে মঙ্গলবার বেলা ১১টার দিকে খাদ্য সামগ্রী নিয়ে শহরের ঝুঁটিতলা এলাকায় ওই গৃহবধূ ও তার নবাগত সন্তানকে দেখতে যান জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। তিনি ওই পরিবারের সার্বিক খোঁজখবর নেন। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, নবজাতকের জন্য শিশুখাদ্য ও তার মায়ের জন্য পুষ্টি সহযোগী খাবার ক্রয় করার জন্য খুলনা বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন হাওলাদারের পক্ষ থেকে নগদ অর্থ ও প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া বিষয়টি খতিয়ে দেখার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। তাছাড়া স্বাস্থ্য সেবার সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য জরুরি সভা আহ্বান করা হয়েছে। এর আগে গত ১ মে (শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ভ্যানের ওপর একটি ছেলে সন্তান প্রসব করেন গৃহবধূ শিমুলী রানী দাস। তিনি ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের বিধান দাসের স্ত্রী। বর্তমানে বাবার বাড়ি সদর উপজেলার মাছখোলা ঝুঁটিতলা এলাকায় অবস্থান করছেন। সোমবার (৪ মে) ঘটনাটির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। শিমুলী দাসের মা অষ্টমী রানী দাস বলেন, প্রসব বেদনা উঠলে মেয়েকে নিয়ে সদর হাসপাতালে যাই। কিন্তু জরুরি বিভাগের চিকিৎসকরা কোনো চিকিৎসা দেননি। কিছুক্ষণ পরই মেয়ের প্রচণ্ড প্রসব বেদনা ওঠে। সঙ্গে একজন ধাত্রী থাকায় হাসপাতাল চত্বরে ভ্যানের ওপর ছেলে সন্তানের জন্ম দেয় শিমুলী। পরে আমরা বাড়িতে ফিরে আসি। ছেলের নাম রাখা হয়েছে রুদ্র দাস। মা-সন্তান দুইজনই সুস্থ রয়েছে। শিমুলী দাসের বাবা পরেশ দাস বলেন, মেয়েকে প্রথমে ভোর বেলা শহরের সিবি হাসপাতালে নিয়ে যাই। সেখান হাসপাতাল কর্তৃপক্ষ ওপরে উঠায় মেয়েকে। তারপর তারা বলে, ডাক্তার আসতে ৮টা থেকে সাড়ে ৮টা বেজে যাবে। তখন ওখান থেকে মেয়েকে ফিরিয়ে নিয়ে আসি। এরপর এসপি বাংলোর পেছনের ক্লিনিকে নিয়ে যাই। সেখানে তিনতলায় ওঠানোর পর কাগজপত্র দেখে মেয়েকে সদর হাসপাতালে নেয়ার কথা বলেন তারা।




Archives
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার