Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ৫:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাইবার হয়রানির প্রতিবাদ যেভাবে করলেন চঞ্চল চৌধুরী 
Monday May 10, 2021 , 7:45 pm
Print this E-mail this

আমি হিন্দু নাকি মুসলিম, তাতে আপনাদের লাভ বা ক্ষতি কি? সকলেরই সবচেয়ে বড় পরিচয় ‘মানুষ’

সাইবার হয়রানির প্রতিবাদ যেভাবে করলেন চঞ্চল চৌধুরী


মুক্তখবর বিনোদন ডেস্ক : রোববার (৯ মে) দিনটা ছিল মায়েদের। এদিন ছিল মা দিবস। দিবসটি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় সয়লাব মা-দের ছবি। মাকে নিয়ে আবেগাপ্লুত কথা লিখে প্রিয় অভিভাবকের মঙ্গল কামনা করেছেন অনেকেই। আর সবার মতো ফেসবুকে মায়ের সঙ্গে নিজের ছবি প্রকাশ করে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। যে ছবিতে রয়েছে পবিত্রতা। নেতিবাচক মন্তব্যের কোনো স্থান নেই যে ছবিতে। তবুও সেই ছবির মন্তব্যের ঘরে ধর্ম নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করতে চঞ্চল চৌধুরীকে আক্রমণ করেছেন কেউ কেউ। এ ধরনের সাইবার হয়রানির শিকার হয়ে অবশ্য হতাশায় চুপ থাকেননি চঞ্চল। রাগে-ক্ষোভেও মন্তব্যকারীদের গাল-মন্দ করেনি। প্রতিবাদের সাবলীল ভাষায় ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যকারীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়েছেন অভিনেতা, আমি হিন্দু নাকি মুসলিম, তাতে আপনাদের লাভ বা ক্ষতি কি? সকলেরই সবচেয়ে বড় পরিচয় ‘মানুষ’। ধর্ম নিয়ে এসকল রুচিহীন প্রশ্ন ও বিব্রতকর আলোচনা সকল ক্ষেত্রে বন্ধ হোক। আসুন, সবাই মানুষ হই। এর পর সোমবার অন্যরকম এক প্রতিবাদ জানালেন অভিনেতা চঞ্চল। প্রতিবাদ জানাতে বাঁধলেন কবিতা। নিজের ফেসবুক পেইজে ‘ধর্ম’ শিরোনামে নিজের লেখা একটি কবিতা তিনি আবৃত্তি করে প্রকাশ করেছেন। কবিতার ছন্দে ছন্দে চঞ্চল বলছেন, ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি, মানুষ নিয়ে নয়/ এমনি করে সভ্যতা শেষ, হচ্ছো তুমি ক্ষয়/ধর্ম রক্ষের ঝাণ্ডা তোমায় কে দিয়েছে ভাই/ধর্ম নিয়ে ব্যবসা করো, জ্ঞান কী তোমার নাই?/ সব ধর্মই এক কথা কয়, মানুষ সেবা করো/ধর্মের নামে ব্যবসা করে ভাবছো তুমি বড়…।’ এদিকে এ ধরনের সাইবার অপরাধীদের শাস্তি দাবি তুলেছেন চলচ্চিত্র ও টিভি নাটকের নির্মাতা ও অভিনয়শিল্পীরা। অভিনেতা তাহসান, জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী রিচি সোলায়মান, জাকিয়া বারী মম, রওনক হাসান, সাজু খাদেম, ফজলুর রহমান বাবু, নির্মাতা মাসুদ হাসান উজ্জলসহ আরও অনেকে প্রতিবাদ জানিয়েছেন। অভিনেতা রওনক হাসান বলেছেন, চঞ্চল চৌধুরী বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। আমি তার বন্ধু, ভাই, সহকর্মী। তার অসম্মান আমারই অসম্মান। সকল প্রকার সাম্প্রদায়িক, মৌলবাদী, কুচিন্তার মন্তব্যকারীদের প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা প্রকাশ করছি। সাম্প্রদায়িকতা ও মৌলবাদ নিপাত যাক। সাইবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। টিভি অভিনেতা সাজু খাদেম লিখেছেন, চঞ্চল-সাজু আত্মার বন্ধু, প্রাণের বন্ধু। একই বাতাস, একই আকাশ, একই মাটি, একই পানি, একই ক্যাম্পাস, একই দেশ, একই পৃথিবী, একই স্বপ্ন, একই চিন্তা-চেতনায় মাখামাখি করে বেড়ে উঠা। এখানে চৌধুরী আর খাদেমের কোনও বেইল নাই। যারা এটাকে বেইল দেন তারা দূরে অন্ধকার গুহায় গিয়ে রূপকথায় বিভোর হয়ে থাকেন আলোতে আসার দরকার নাই। ফজলুর রহমান বাবু লিখেছেন, মুর্খ ধর্মান্ধরাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। শাহনাজ খুশী লিখেছেন, …ভালবাসা/বিশ্বাসে আর সুকর্মে আমরা শুদ্ধ নিঃশ্বাস নেবো। আমরা আছি, থাকবো, এ কদর্য্য অন্ধকার ভেদ করা আলো জ্বেলে। তবে অবশ্যই আইনের দৃষ্টি আকর্ষণ ও সুষ্ঠু প্রয়োগ আশা করছ। মায়ের জন্য ভালবাসা, শ্রদ্ধা। অভিনেতা তাহসান, জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী রিচি সোলায়মান, জাকিয়া বারী মম, নির্মাতা মাসুদ হাসান উজ্জলসহ আরও অনেকে প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি অনেকে হ্যাশট্যাগ ব্যবহার করে ‘আমার ভাই চঞ্চল’ লিখে চঞ্চল ও তার মায়ের ছবি পোস্ট করছেন ফেসবুকে। চঞ্চল চৌধুরী ছাড়াও আরেক অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও মায়ের সঙ্গে ছবি পোস্ট করে সাইবার হয়রানির শিকার হয়েছেন।




Archives
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
Image
বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
মারা গেছেন সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন