|
প্রতিবাদ সমাবেশে সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তার জোর দাবি
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে সাংবাদিকদের উদ্যোগে গাজীপুরের সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার দৃষ্টান্তমূলক বিচার সহ দেশব্যাপী সাংবাদিক নিপীড়ন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (আগস্ট ৯) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের গেটের সামনে কর্মরত সর্বস্তরের সাংবাদিক এ কর্মসূচিতে যোগদান করেন। এ সময় বক্তব্য রাখেন-কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, দৈনিক সংগ্রাম পত্রিকার কাউখালী উপজেলার সাবেক প্রতিনিধি অধ্যাপক হুমায়ুন কবির, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ সম্পাদক নুরুল হুদা বাবু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান নয়ন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করাসহ সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধ করতে হবে। বক্তার আরো বলেন, একটা অপশক্তি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তার জোর দাবি করা হয়।
Post Views: ০
|
|