Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ১২, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সবাই মিলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই : বরিশাল রেঞ্জ ডিআইজি 
Saturday August 2, 2025 , 9:31 pm
Print this E-mail this

মাদরাসা শিক্ষার্থীরাও জানেন কোনটি রাজনীতি ও দেশের জন্য মঙ্গলজনক

সবাই মিলে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই : বরিশাল রেঞ্জ ডিআইজি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চাই, এজন্য মাদরাসা শিক্ষার্থীরাও অনন্য ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো: মনজুর মোরশেদ আলম। শনিবার (আগস্ট ২) সকাল ১০টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে দারুল আবরার মডেল কামিলা মাদরাসা থেকে দাখিল (এসএসসি) পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইসলামের সঠিক শিক্ষায় আগে শিক্ষিত হতে হবে। কোনো কিছু সঠিক না জেনে মন্তব্য করা যাবে না। ইসলামের চেতনাকে লালন করতে হবে। ধর্মীয় শিক্ষায় সঠিকভাবে শিক্ষাগ্রহণের মধ্য দিয়ে দেশকে আলোকিত করছে মাদরাসা শিক্ষার্থীরা। তারা কখনোই পিছিয়ে নেই। সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীরাও তাদের প্রতিভা বিকশিতের মাধ্যমে দেশকে বহিঃবিশ্বের মধ্যেও সমাদৃত করছে। তিনি আরও বলেন, মাদরাসা শিক্ষার্থীরাও জানেন কোনটি রাজনীতি ও দেশের জন্য মঙ্গলজনক। যার উদাহরণ ৩৬ জুলাই আন্দোলন ও ৫ আগস্ট। লাখ লাখ শিক্ষার্থীদের রাজপথে উচ্ছ্বাস দেখেছি। দেশকে এগিয়ে নিতে মাদরাসা শিক্ষার্থীরাও অনন্য ভূমিকা পালন করছেন। ডিআইজি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবার মধ্যে প্রকৃত দেশপ্রেম থাকতে হবে। সামান্য কিছুসংখ্যক পুলিশ অন্যায় ও অপকর্মে জড়িত ছিল। তাদের বিচার শিগগিরই সরাসরি দেখানো হবে। আমরা সবাই মিলে চাই, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনে। আগামীর বাংলাদেশ হবে শান্তির দেশ। এজন্য বাংলাদেশ পুলিশ নিরলস কাজ করছে। এ সময় তিনি দেশজুড়ে গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে মাদরাসার সাফল্য কামনা করেন। দারুল আবরার মডেল কামিল মাদরাসার সভাপতি কে এম শাহআলম আনসারির সভাপতিত্বে ও অধ্যক্ষ মুফতি হাসান বিন হাবিবের সার্বিক পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আহসান হাবিব, অতিরিক্ত ডিআইজি (আরআরএফ) মোহাম্মদ আব্দুস সালাম রিমন। সম্মেলনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে এবাদুল্লাহ মসজিদের খতিব মির্জা মো: নুরুর রহমান বেগ।  প্রসঙ্গত, এসএসসি (দাখিল-সমমান) পরীক্ষায় মাদরাসাটি থেকে ৩২ জন শিক্ষার্থী অংশ নিয়ে ফলাফলে ২৩ জন জিপিএ-৫ সহ শতভাগ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।




Archives
Image
প্রয়াত সাংবাদিক তুহিনের এতিম সন্তানদের দায়িত্ব নিলেন এসপি আখতার
Image
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ, থাকছে ‘না ভোট’ : ইসি
Image
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
Image
সেবার মান উন্নয়নে হার্ডলাইনে বরিশাল শেবাচিম হাসপাতাল প্রশাসন
Image
দুধ আমদানি করার কোনও কারণ নাই, কারণ দেখি না : বরিশালের প্রাণিসম্পদ উপদেষ্টা