Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ১২:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সড়কের জায়গায় অনুমোদনহীন ভবন নির্মাণ করায় বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান 
Wednesday January 15, 2020 , 6:30 pm
Print this E-mail this

সড়কের জায়গায় অনুমোদনহীন ভবন নির্মাণ করায় বরিশাল সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সড়কের জায়গায় অনুমোদনহীন ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে বরিশাল নগরের দক্ষিণ চকবাজার এলকার বিউটি রোডে ওই অভিযান চালানো হয়। এর আগে এলাকবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ভবনের মালিককে নোটিশ দেওয়ার পরও কোনো সুরাহা না করায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল বলেন, সরকারি রাস্তা দখল করে ভবনটি নির্মাণ করা হচ্ছিল। ভবন মালিককে ভবন নির্মাণ বন্ধ করতে নোটিশও দেওয়া হয়, কিন্তু তা না শোনায় বরিশাল সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালায়। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাজী মোয়াজ্জেম হোসেন জানান, প্রায় ২৩ শতাংশ জমিতে একটি বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ চলছিল। এর মধ্যে প্রায় ৮ শতাংশ জমি সরকারি রাস্তার। স্থানীয় জনগণ এ ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের কাছে আবেদন করেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে ভবন মালিককে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। ভবন মালিক তা না শোনায় আজ নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। ভেঙে ফেলা অংশ পরিকল্পনা বহির্ভূত বলেও জানান তিনি। এ উচ্ছেদ অভিযানে কোনো প্রকার বাধা দেয়নি ভবন মালিক কর্তৃপক্ষ। তবে ভবন উচ্ছেদ বা ভাঙার ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভবন মালিককে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে দাবি করেন নির্মাণাধীন বরিশাল বিউটি সুপার মার্কেট কর্তৃপক্ষ।

বিসিসি সূত্র জানায়, নির্মানাধীন এই ভবনটি সাবেক বিউটি সিনেমা হল মালিক জুলু চৌধুরীর। নগরীর বিশিষ্ট ব্যবসায়ী এবং বর্তমান সিটি মেয়রের মামা কাজী মফিজুল ইসলাম কামাল ওই জমি কিনে যৌথভাবে ভবন নির্মান করছিলেন। উচ্ছেদ অভিযানে ভবন মালিকপক্ষ কোন বাঁধা দেয়নি।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ