Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১০:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সংবাদকর্মী বান্ধব সাংবাদিক মামুন-অর-রশিদ 
Saturday May 16, 2020 , 8:38 pm
Print this E-mail this

সফলতা নয় ব্যর্থতা দিয়ে বিবেচনা করতে হবে – আমি কি দিতে পেড়েছি, যা করেছি তা দায়িত্ববোধ – মামুন-অর-রশিদ

সংবাদকর্মী বান্ধব সাংবাদিক মামুন-অর-রশিদ


আমিনুল শাহীন, অতিথি প্রতিবেদক : “করোনা” ভাইরাসের সংক্রমণে গোটা পৃথিবী থমকে গেছে।অচল হয়ে পড়েছে কর্মসংস্থান। ঘুরছে না অর্থনীতির চাকা। শুধুই হাহাকার। জোগান দেয়া হচ্ছে সরকারীভাবে যা চাহিদার তুলনায় অতি সামান্য। ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসেছেন অনেকে। সার্বক্ষণিক তথ্য প্রকাশ করতে মাঠে কাজ করে যাচ্ছেন সংবাদ কর্মীরা। সংবাদ কর্মীদের অর্থনৈতিক বা সুরক্ষা মূলক কোন প্রকার যোগান না থাকলেও দায়িত্ববোধ থেকে কাজকরে যাচ্ছেন প্রতি মুহুর্তে। দায়িত্ব পালন করতে গিয়ে “করোনা”য় প্রাণ হারিয়েছেন অনেক সংবাদকর্মী। তবুও পিছপা হয়নি কেউ। সংবাদ কর্মীদের বাস্তবতাকে উপলব্ধি করে তাদের পাশে সহযোগীতার হাত বাড়িয়েছেন সাংবাদিক মামুন-অর-রশিদ। অনলাইন নিউজ পোটাল “বরিশাল বাণীর” প্রকাশক ও সম্পাদক, মামুন-অর-রশিদ তার প্রতিষ্ঠানে কর্মরত সকল স্টাফকে সম্মানজনকভাবে অর্থনৈতিক সহযোগীতা প্রদান করেছেন। সংবাদকর্মী বান্ধব মামুন-অর-রশিদ জাতীয় দৈনিক “আমাদের নতুন সময়”র বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করার পাশাপাশি একাধিক সাংবাদিক সংগঠনের নেতৃত্বে রয়েছেন। তথ্যবহুল সংবাদ প্রকাশের মধ্যদিয়ে পাঠক প্রিয়তা ও সর্বোমহলে গ্রহণযোগ্যতা লাভ করেছে মামুন-অর-রশিদ সম্পাদিত “বরিশাল বাণী”। সাংবাদিকতায় “আকরাম খা” পদকে ভূষিত মামুন-অর-রশিদ বলেন, “সফলতা নয় ব্যর্থতা দিয়ে বিবেচনা করতে হবে – আমি কি দিতে পেড়েছি, যা করেছি তা দায়িত্ববোধ” তাহলেই জন্ম সার্থক হবে।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন