Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ৫, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণে সংঘর্ষ : বরিশালে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যু 
Monday November 17, 2025 , 11:07 pm
Print this E-mail this

পুলিশের একাধিক টিমের ঘটনাস্থল পরিদর্শন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণে সংঘর্ষ : বরিশালে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে মিষ্টি বিতরণকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে রবিউল ইসলাম (৩০) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আগরপুর ইউনিয়নে ছাত্রদল নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করছিলেন। এসময় জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা মো: আউয়াল হোসেন, মো: রাসেল এবং মো: শাকিলের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে একই ইউনিয়নের রহমান হাওলাদারের পুত্র সেচ্ছাসেবক দলনেতা আউয়াল হাওলাদার দুলাল হাওলাদারের পুত্র রবিউল ইসলামের ওপর হামলা চালায়। হামলায় ধারালো ছুরি দিয়ে রবিউল ইসলামকে কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রেরা এসআই জাহিদ হোসেন ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের পরিবার দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তার দাবি জানিয়েছে।




Archives
Image
অন্তর্বর্তী সরকারের আমলেই হত্যার বিচার দাবিতে বরিশালে ‘মার্চ ফর হাদি’
Image
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
Image
ভোররাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
Image
বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ হাতেনাতে ধরা
Image
বরিশালে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চুরি করতে এসে যুবক আটক